৪৯ ভরির ২০০টি সোনার আংটিসহ পাবনায় নারী আটক
পাবনার বেড়া উপজেলার কাজীরহাট লঞ্চঘাট থেকে প্রায় ৪৯ ভরির ২০০টি সোনার আংটিসহ এক নারীকে আটক করেছে নৌ পুলিশ। চোরাকারবারি সন্দেহে তাঁকে গতকাল সোমবার সন্ধ্যায় আটক করা হয়।

নিজস্ব প্রতিনিধি:পাবনার বেড়া উপজেলার কাজীরহাট লঞ্চঘাট থেকে প্রায় ৪৯ ভরির ২০০টি সোনার আংটিসহ এক নারীকে আটক করেছে নৌ পুলিশ। চোরাকারবারি সন্দেহে তাঁকে গতকাল সোমবার সন্ধ্যায় আটক করা হয়।
আটক নারীর নাম করুনা বেগম (২৫)। তিনি মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার গোবিন্দল গ্রামের ইসাক আলীর স্ত্রী।
নৌ পুলিশ জানায়, ওই নারী কাজীরহাট-আরিচা পথে লঞ্চে করে নিয়মিত যাতায়াত করতেন। গতকাল কাজীরহাট লঞ্চঘাটে তাঁর চলাফেরায় সন্দেহজনক আচরণ লক্ষ করে লঞ্চঘাট কর্তৃপক্ষ। খবর পেয়ে কাজীরহাট নৌ পুলিশ ঘটনাস্থলে গিয়ে লঞ্চঘাটের পন্টুনের ওপর জনসমক্ষে ওই নারীর ব্যাগ ও অন্য জিনিসপত্র তল্লাশি করে ২০০টি সোনার আংটি উদ্ধার করে। উদ্ধার করা সোনা চোখে যাতে না পড়ে সে জন্য বিশেষভাবে তুলায় মোড়ানো ছিল। পুলিশ ঘটনাস্থলে স্বর্ণকার ডেকে এনে সোনার মান যাচাইয়ের পাশাপাশি ওজন করে। এতে উদ্ধার করা আংটিগুলোর মোট ওজন দাঁড়ায় ৪৮ ভরি ১৪ আনা। এগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৫৬ লাখ ৮০ হাজার টাকা। পুলিশ বলছে, আটক নারী স্বর্ণের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।
কাজীরহাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) অরবিন্দ সরকার বলেন, আটক নারীর সঙ্গে থাকা একটি লাল ব্যাগে আংটিগুলো বিশেষ কৌশলে লুকানো ছিল। চোরাচালানের উদ্দেশ্যেই তিনি আংটিগুলো বহন করছিলেন। তাঁকে আটকের পর সোমবার রাতে আমিনপুর থানায় হস্তান্তর করা হয়েছে। আজ তাঁর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে আমিনপুর থানায় মামলা হয়েছে। তাঁকে জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।
এমবি/টিআই