বগুড়ায় ছাত্রাবাসের কক্ষে এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
বগুড়া শহরের সেউজগাড়ি পালপাড়া আনন্দ আশ্রম এলাকার একটি ছাত্রাবাস থেকে মোহাম্মদ তারিকুল ইসলাম (১৮) নামের এক এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক: বগুড়া শহরের সেউজগাড়ি পালপাড়া আনন্দ আশ্রম এলাকার একটি ছাত্রাবাস থেকে মোহাম্মদ তারিকুল ইসলাম (১৮) নামের এক এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে স্বপ্নের নীড় নামের ওই ছাত্রাবাসের একটি কক্ষ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
তারিকুল ইসলাম গাবতলী উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের সোলারতাইড় গ্রামের মোহাম্মদ মনিরুজ্জামানের ছেলে। তিনি করতোয়া মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে চলতি বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন।
পুলিশ জানায়, গতকাল রোববার রাতে মুঠোফোনে দীর্ঘ সময় কথা বলার পর তারিকুল ইসলাম কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ করে ঘুমাতে যান। সকালে সাড়া না পেয়ে অন্য শিক্ষার্থীরা জানালা দিয়ে তাকিয়ে তাঁর ঝুলন্ত লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম বলেন, এটি হত্যা নাকি আত্মহত্যা, তা নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
গাবতলীর দুর্গাহাটা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য আল আমিন প্রথম আলোকে বলেন, তারিকুল ইসলাম মা–বাবার একমাত্র সন্তান। তিনি ছাত্রাবাসে থেকে পড়াশোনা করতেন। তাঁর মৃত্যুর কারণ সম্পর্কে পরিবার নিশ্চিত নয়।
এমবি/ টিআই