তিন মাসে মোবাইল উদ্ধার ১০৮, টাকা ফেরত সাড়ে ৩ লাখ

সাতক্ষীরায় পুলিশি তৎপরতায় সাইবার অপরাধ মোকাবিলায় বড় সাফল্য এসেছে।

Oct 15, 2025 - 12:00
Oct 15, 2025 - 12:03
 0  2
তিন মাসে মোবাইল উদ্ধার ১০৮, টাকা ফেরত সাড়ে ৩ লাখ

মেঘনাবার্তা প্রতিনিধিঃ
সাতক্ষীরায় পুলিশি তৎপরতায় সাইবার অপরাধ মোকাবিলায় বড় সাফল্য এসেছে। জেলার সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল তিন মাসে হারানো ১০৮টি মোবাইল ফোন ও প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ৩ লাখ ৬০ হাজার টাকারও বেশি অর্থ উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে সাতক্ষীরা পুলিশ লাইন্সের কনভেনশন হলে আয়োজিত এক অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এসব মোবাইল ও টাকা মালিকদের হাতে তুলে দেন।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া মোবাইলগুলোর বাজারমূল্য প্রায় ১৬ লাখ ২০ হাজার টাকা। জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে সাতক্ষীরার বিভিন্ন থানায় মোট ২২৫টি সাধারণ ডায়েরি (জিডি) হয়, যার মধ্যে থেকে ১০৮টি মোবাইল উদ্ধারে সক্ষম হয় পুলিশ। পাশাপাশি ২০ জন ভুক্তভোগীর ৩ লাখ ৬০ হাজার ২৬০ টাকা ফেরত দেওয়া হয়েছে।

এ ছাড়া, ২১টি হ্যাক হওয়া ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইমো অ্যাকাউন্ট পুনরুদ্ধার করা হয় এবং অনলাইন হয়রানির শিকার ৮ নারীকে সরাসরি সহায়তা দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খান, মিথুন সরকার, এবং ডিআইও-১ মনিরুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সাতক্ষীরার সাইবার ইউনিটের তথ্য অনুযায়ী, ইউনিটটি প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত ১,৫৪৯টি মোবাইল ফোন উদ্ধার করেছে, যার বাজারমূল্য প্রায় ২ কোটি ৩২ লাখ টাকা। পাশাপাশি ৪৩ লাখ টাকার বেশি প্রতারণার অর্থ উদ্ধার করে ভুক্তভোগীদের ফেরত দেওয়া হয়েছে।

পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, “প্রযুক্তি যত উন্নত হচ্ছে, অপরাধও তত জটিল হচ্ছে। তাই জনগণের সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ সবসময় কাজ করছে। দ্রুত তথ্য দিলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারি।”

তিনি আরও জানান, সাতক্ষীরায় সাইবার অপরাধ প্রতিরোধে জেলা পুলিশের হেল্পলাইন সার্বক্ষণিক খোলা রয়েছে, যাতে সাধারণ মানুষ যেকোনো সহায়তা দ্রুত পেতে পারে।

— এমবি/টিআই