৪৮ কেজি হরিণের মাংসসহ ১ শিকারি গ্রেপ্তার

খুলনার কয়রায় ৪৮ কেজি হরিণের মাংসসহ ১ শিকারিকে গ্রেপ্তার করেছে বনরক্ষীরা।

Oct 14, 2025 - 17:13
 0  2
৪৮ কেজি হরিণের মাংসসহ ১ শিকারি গ্রেপ্তার

মেঘনাবার্তা প্রতিনিধিঃ
খুলনার কয়রায় সুন্দরবন থেকে অবৈধভাবে হরিণ শিকার করে মাংস পাচারের সময় এক শিকারিকে ৪৮ কেজি হরিণের মাংসসহ গ্রেপ্তার করেছে বনরক্ষীরা। সোমবার (১৪ অক্টোবর) রাত ১১টার দিকে ৪ নম্বর কয়রা সংলগ্ন শাকবাড়িয়া নদীতে এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মো. নাসির উদ্দীন। এ সময় দুটি নৌকা, ১১৫ কেজি বিভিন্ন প্রজাতির মাছ এবং হরিণ শিকারের সরঞ্জাম জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম দিদারুল ইসলাম (৩৫)। তিনি কয়রা উপজেলার মহারাজপুর গ্রামের হামিদ গাজীর ছেলে।

খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. শামীম রেজা মিঠু বলেন, “ঘটনার সঙ্গে জড়িত দুইজনের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা করা হয়েছে। জব্দ করা হরিণের মাংস ও মাছ পচনশীল হওয়ায় আদালতের অনুমতিক্রমে মাটিতে পুঁতে ধ্বংস করা হয়েছে।”

তিনি আরও জানান, গ্রেপ্তার শিকারিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

এমবি/টিআই