ময়মনসিংহে জলপাই কুড়াতে যাওয়া শিশুকে ধর্ষণের মামলায় একজন গ্রেপ্তার

ময়মনসিংহের নান্দাইলে জলপাই কুড়াতে যাওয়া এক শিশুকে (১১) ধর্ষণের অভিযোগে করা মামলায় এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

Oct 12, 2025 - 18:53
 0  3
ময়মনসিংহে জলপাই কুড়াতে যাওয়া শিশুকে ধর্ষণের মামলায় একজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে জলপাই কুড়াতে যাওয়া এক শিশুকে (১১) ধর্ষণের অভিযোগে করা মামলায় এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গ্রেপ্তার ব্যক্তির নাম আবদুল মজিদ ওরফে হাওলা (৫০)। তিনি নান্দাইলের বাসিন্দা। গতকাল শনিবার রাত আটটার দিকে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে মজিদকে গ্রেপ্তার করে র‌্যাব–১৪।

১ অক্টোবর বিকেলে ধর্ষণের শিকার হয় শিশুটি। ৩ অক্টোবর আবদুল মজিদ ও শহীদ মিয়ার (৫০) বিরুদ্ধে শিশুটির বাবা নান্দাইল থানায় অভিযোগ দিলে পুলিশ ৬ অক্টোবর অভিযোগটি মামলা হিসেবে নেয়।

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকেলে শহীদ মিয়ার বাড়ির পাশে জলপাই কুড়াতে যায় শিশুটি। ওই সময় শহীদ মিয়া তাকে জলপাই দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করেন। দ্বিতীয় দফায় ধর্ষণ করেন প্রতিবেশী আবদুল মজিদ। শহীদ মিয়ার স্ত্রী ও সন্তানেরা ঢাকায় পোশাক কারখানায় কাজ করেন। ধর্ষণের ঘটনার সময় বাড়িতে কেউ ছিলেন না। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে পালিয়ে যান শহীদ মিয়া ও আবদুল মজিদ।

র‌্যাব-১৪ ময়মনসিংহের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. সামসুজ্জামান বলেন, ধর্ষণের পর ঢাকার মোহাম্মদপুর এলাকায় আত্মগোপনে চলে যান আসামিরা। আবদুল মজিদকে গ্রেপ্তার করে আজ রোববার নান্দাইল থানায় হস্তান্তর করা হয়।

এমবি/টিআই