জ্যান্ত সাপ নিয়ে গর্তে শুটিং তৌসিফ মাহবুবের

নিজস্ব প্রতিবেদক: নির্মাতা ভিকি জাহেদ ফিরছেন নতুন নাটক ‘খোয়াবনামা’ নিয়ে। সদ্য প্রকাশিত পোস্টারে দেখা গেছে—কবরে শুয়ে থাকা লাশ এবং চারপাশে সাপের উপস্থিতি। ভয় ধরানো পোস্টারটি প্রকাশের পর থেকেই আলোচনায়। অস্বস্তিকর, ধাঁধাময় এবং কৌতূহল জাগানিয়া এই পোস্টার ছোটবেলার দেখানো ‘কবরের আজাব’-ধাঁচের আতঙ্কের স্মৃতিও উসকে দিচ্ছে দর্শকদের মনে।
এই নাটকে জুটি বেঁধেছেন জনপ্রিয় দুই তারকা তৌসিফ মাহবুব ও তানজিন তিশা। এতে কাজ করা কঠিন ছিল বলেই জানিয়েছেন তৌসিফ মাহবুব।
তৌসিফ বলেন, ‘ছয়টি জলজ্যান্ত সাপ আমার ওপরে ছেড়ে দিয়েছে এবং সবচেয়ে ভয়ংকর জিনিস হচ্ছে যে, একসঙ্গে অনেকগুলো ভয় জয় করতে হয়েছে। মানুষের সবচেয়ে বড় ভয় মরে যাওয়া, মৃত্যুর ভয়।
শুটিংয়ের ভয়াবহ অভিজ্ঞতা শেয়ার করে তৌসিফ বলেন, ‘শুটিংয়ে তো আমাকে মাটি দেওয়া হলো না। আমার ওপরে ৬টি সাপ ছেড়ে দেওয়া হয়েছে। কোনোটা মুখের ওপর দিয়ে যাচ্ছিল, কোনটা বুকের ওপর দিয়ে, কোনোটা ঘাড়ের ওপরে। আমার চরিত্রটা ছিল লাশের। তাই আমি যদি ভয় পেয়ে যাই ওদের সরাতেও পারব না। যদি কেউ আক্রমণও করে ফেলে তাহলেও আমাকে রক্ষা করার উপায় নেই। কারণ ইউনিটের সবাই দূরে ছিল। শুধু সাপের বেদিনি আমার কাছে ছিল সাপ নিয়ে। সেভাবেই আর কি শুটিংটা করেছি। আমি একসাথে কবর, সাপ এবং কবরের আজাব—যা-ই বলেন, সেটার ভয় পার করতে পেরেছি।’
শুটিংয়ে সাপ ছিল না, গ্রাফিকস দিয়ে এমন দৃশ্য করা হয়েছে, এই ধরনের মন্তব্যের প্রেক্ষিতে তৌসিফ আরো বলেন, ‘অনেকেই বলছে এটা গ্রাফিকস। কোনো সাপ নেই। তবে সত্যিকারের সাপ দিয়েই আমাদের শুটিং হয়েছে। আমার কাছে ভিডিও আছে। আপনারা চাইলে আপ দিয়ে দেব সেটা।’
এমবি/এসআর