বাগেরহাটে আরও ৩ দিনের হরতাল ঘোষণা

বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহালের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো হরতাল চলছে।

Sep 11, 2025 - 18:49
 0  2
বাগেরহাটে আরও ৩ দিনের হরতাল ঘোষণা

নিজস্ব প্রতিনিধি: বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহালের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো হরতাল চলছে। এরই মধ্যে আগামী সোমবার, মঙ্গলবার ও বুধবার সকাল-সন্ধ্যা সর্বাত্মক হরতালের ঘোষণা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল থেকে সড়কে আগুন জ্বালিয়ে, বেঞ্চ পেতে, বাস বেঁধে ও গাছের গুঁড়ি ফেলে অবরোধ করছেন হরতালের সমর্থনকারীরা।

সর্বদলীয় সম্মিলিত কমিটির দাবি, জেলার বিভিন্ন সড়কের অন্তত ১৩৪টি স্থানে স্বতঃস্ফূর্তভাবে অবস্থান নিয়েছেন নেতাকর্মী ও স্থানীয়রা। যার ফলে বাগেরহাট জেলা কার্যত অন্যান্য জেলা থেকে বিচ্ছিন্ন রয়েছে। মোংলা-খুলনা, মোংলা-ঢাকা, খুলনা-বরিশাল-পটুয়াখালী, খুলনা-কাটাখালী-ঢাকা, বাগেরহাট-মাওয়া-ঢাকা ও শরণখোলা-সাইনবোর্ড-ঢাকা এই ৬টি মহাসড়কের উপর দিয়ে চলাচলকারী ৪৮টি দূরপাল্লাসহ আন্তঃজেলা রুটে দ্বিতীয় দিনেও সব ধরনের যানবাহন চলাচল বন্ধ ছিল। এসব মহাসড়কে টায়ার জ্বালিয়ে ও গাছ ফেলে সড়ক অবরোধ করে।

এতে মোংলা সমুদ্রবন্দরের আমদানি-রপ্তানি পণ্য সড়কপথে পরিবহন করা যায়নি। বাগেরহাট বিসিক, মোংলা ইপিজেড, বিশেষ অর্থনৈতিক অঞ্চলসহ জেলার সব শিল্পাঞ্চলের কলকারখানায় কোনো কাজ হয়নি। দ্বিতীয় দিনেও মোংলা বন্দরসহ পুরো বাগেরহাট জেলা সারা দেশ থেকে বিচ্ছিন্ন ছিল।

এমবি/টিআই