স্কুল কমিটি গঠন নিয়ে বিএনপি-জামায়াতের সংর্ঘষ, আহত ১৫

ঝিনাইদহে স্কুল কমটি গঠন নিয়ে বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই গ্রুপের অন্তত ১৫ জন আহত হয়েছে।

Aug 7, 2025 - 16:00
 0  4
স্কুল কমিটি গঠন নিয়ে বিএনপি-জামায়াতের সংর্ঘষ, আহত ১৫

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে স্কুল কমটি গঠন নিয়ে বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই গ্রুপের অন্তত ১৫ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার(৭ আগস্ট) দুপুরে সদর উপজেলার হরিপুর কবি ফজের আলী মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন— সদর উপজেলার কানুহরপুর গ্রামের ইমাদুর রহমান, একই গ্রামের মাসুম, গোলাম মোস্তফা, সুমন, রেহানা খাতুন, মহারাজপুর গ্রামের রহমতুল্লাহ, জহুরুল ইসলাম, হুসাইন, মুজাব আলী, হাফিজুর রহমান, রুপচাঁদ আলী, ফয়জুল্লাহ, সলেমান মন্ডল, তোতা মিয়া ও সফর আলী। তাদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সদর উপজেলার হরিপুর কবি ফজের আলী মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি হন জামায়াত সমর্থিত জহুরুল ইসলাম। এ নিয়ে স্থানীয় বিএনপি ও জামায়াতের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার দুপুরে স্কুলে সভা চলাকালীন স্থানীয় বিএনপি ও জামায়াত নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এদিকে দুপুর ১ টার দিকে জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের আহত নেতাকর্মীরা আরেক দফায় মারামারিতে লিপ্ত হয়। এ সময় হাসপাতালে সেবা গ্রহীতাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে হাসপাতালে অতিরক্তি পুলিশ মোতায়েন করা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল আল মামুন কালের কণ্ঠকে বলেন, ‘পুনরায় সংঘর্ষ এড়াতে ওই এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এমবি/এসআর