রাতে সরকারি রাস্তার গাছ কেটে সাবাড়

রংপুরের পীরগাছায় রাতের আঁধারে সরকারি রাস্তার গাছ কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে।

Oct 9, 2025 - 15:44
 0  2
রাতে সরকারি রাস্তার গাছ কেটে সাবাড়

নিজস্ব প্রতিনিধি: রংপুরের পীরগাছায় রাতের আঁধারে সরকারি রাস্তার গাছ কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, এ চক্রের নেতৃত্ব দিচ্ছেন উপজেলার রামগোপাল এলাকার বাসিন্দা জাফর হোসেন।

বুধবার (০৮ অক্টোবর) ভোরে ওই এলাকার একটি রাস্তার ধারে তিনটি ইউক্যালিপটাস গাছ কেটে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা সেগুলো আটক করে। পরে ইউপি চেয়ারম্যানকে খবর দিলে তিনি গ্রামপুলিশ পাঠিয়ে কাটা গাছগুলো উদ্ধার করে ইউনিয়ন পরিষদ চত্বরে নিয়ে যান।

অভিযুক্ত জাফর হোসেন ওই গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে সংঘবদ্ধ চক্রটি গভীর রাতে রাস্তার দুই পাশের গাছ কেটে বিক্রি করে আসছে। বুধবার ভোরে রামগোপাল আনন্দবাজারের দক্ষিণ পাশে রামগোপাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যাওয়ার কাঁচা রাস্তার ধারে বড় আকারের তিনটি ইউক্যালিপটাস গাছ কেটে ফেলা হয়। এসব গাছের বাজারমূল্য আনুমানিক ৬০ থেকে ৭০ হাজার টাকা।

এমবি/টিআই