খাগড়াছড়ির মাইনী নদীতে ভাসছিল যুবকের লাশ

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মাইনী নদী থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

Oct 15, 2025 - 15:09
 0  2
খাগড়াছড়ির মাইনী নদীতে ভাসছিল যুবকের লাশ

মেঘনাবার্তা প্রতিনিধিঃ
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মাইনী নদী থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৫ অক্টোবর) সকালে উপজেলার বাবুছড়া ইউনিয়নের মগ্যা কার্বারিপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সকালে নদীতে লাশ ভাসতে দেখে এলাকাবাসী ইউনিয়ন পরিষদের সদস্য ও চেয়ারম্যানকে বিষয়টি জানায়। পরে তাঁদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া জানান, নিহত যুবকের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা না গেলেও বিষয়টি তদন্ত করা হচ্ছে। লাশটি ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এমবি/টিআই