খাগড়াছড়ির গুইমারায় ১৪৪ ধারার মধ্যেই চলছে পিকেটিং, অগ্নিসংযোগ

গড়াছড়ির গুইমারা উপজেলায় রামসু বাজারে ১৪৪ ধারার মধ্যেই আদিবাসীদের বসত বাড়ি ও দোকানপাটে অগ্নিসংযোগ!

Sep 28, 2025 - 15:42
 0  3
খাগড়াছড়ির গুইমারায় ১৪৪ ধারার মধ্যেই চলছে পিকেটিং, অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক: খাগড়াছড়ির গুইমারা উপজেলায় রামসু বাজারে ১৪৪ ধারার মধ্যেই আদিবাসীদের বসত বাড়ি ও দোকানপাটে অগ্নিসংযোগ!

খাগড়াছড়ির গুইমারা উপজেলায়  ১৪৪ ধারার মধ্যেই চলছে পিকেটিং, অগ্নিসংযোগ। পরিস্থিতির সুযোগ নিচ্ছে পাহাড়ি স*ন্ত্রাসী সংগঠনগুলো। পিকেটিং এ অসংখ্য সেনা সদস্য আহত হয়েছেন বলে খবর পাওযা গেছে।

খাগড়াছড়িতে পাহাড়ি শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার জেরে কয়েকদিনের অবরোধ, মিছিল ও সহিংসতার পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে। জেলা সদর ও পৌর এলাকায় জারি রয়েছে ১৪৪  ধারা।

রোববার (২৭ সেপ্টেম্বর) ভোর থেকে শহরে কমেছে জনসমাগম। শহরের বিভিন্ন প্রবেশ মুখে সেনাবাহিনী, পুলিশ, এপিবিএন ও বিজিবি সদস্যরা টহল দিচ্ছে। শাপলা চত্বর ও চেঙ্গী স্কয়ার এলাকায় চেক পোষ্ট বসানো হয়েছে।

এদিকে, সংকট সমাধানে জেলা প্রশাসকের কার্যালয়ে বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠক হয়েছে। জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার জানান, গত কয়েকদিনের ঘটনার প্রেক্ষিতে পার্বত্য উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করা হয়েছে। এরপর পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

এমবি/এসআর