বরগুনায় নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে আগুন, পুড়ে গেছে ব্যালট বাক্স ও ফটোস্ট্যাট মেশিন

বরগুনা জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে অগ্নিকাণ্ডে একটি কক্ষ পুড়ে গেছে। আজ সোমবার সকাল সাড়ে সাতটার দিকে ডাটা এন্ট্রি (দ্বিতীয়) কক্ষে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

Jul 14, 2025 - 13:40
Jul 24, 2025 - 15:05
 0  3
বরগুনায় নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে আগুন, পুড়ে গেছে ব্যালট বাক্স ও ফটোস্ট্যাট মেশিন

নিজস্ব প্রতিনিধি: বরগুনা জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে অগ্নিকাণ্ডে একটি কক্ষ পুড়ে গেছে। আজ সোমবার সকাল সাড়ে সাতটার দিকে ডাটা এন্ট্রি (দ্বিতীয়) কক্ষে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।


আগুনে ভোটার তালিকা, ফটোস্ট্যাট মেশিন, কম্পিউটার ও ব্যালট বাক্স পুড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এদিকে আগুন লাগার কারণ অনুসন্ধানে জেলা প্রশাসকের পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিন দিনের মধ্যে জেলা প্রশাসকের কাছে এই তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


জেলা নির্বাচন কর্মকর্তা আবদুল হাই আল হাদী  বলেন, আজ সকাল সাতটার দিকে জেলা নির্বাচন কার্যালয়ে আগুন লাগার খবর দেন নিরাপত্তাপ্রহরী। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে সংসদ ও স্থানীয় নির্বাচনের ভোটার তালিকা পুড়ে গেছে। এ ছাড়া ফটোস্ট্যাট মেশিন, কম্পিউটার পিসি, ব্যালট বাক্স পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে টানা বৃষ্টির কারণে শর্ট সার্কিট হয়ে আগুনের সূত্রপাত। খবর পেয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থল পরির্দশন করেছেন।


জেলা প্রশাসকের কার্যালয়ের পাশে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের দোতলা ভবনের অবস্থান। আজ সকাল সাড়ে ১০টার দিকে গিয়ে দেখা যায়, দোতলা ভবনটির পশ্চিম পাশের ডাটা এন্ট্রি কক্ষটি আগুনে পুড়ে গেছে। কক্ষের দেয়ালের পলেস্তরা খসে পড়েছে। ফটোস্ট্যাট মেশিন ও কম্পিউটার পুড়ে গেছে। জানালার গ্রিল আগুনের তাপে বাঁকা হয়ে গেছে।


বরগুনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক জাহাঙ্গীর আহমেদ বলেন, ‘জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কলের মাধ্যমে আমরা আগুন লাগার বিষয়টি জানতে পারি। দ্রুত সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করি। দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে।’
জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। আগুন লাগার কারণ উদ্‌ঘাটনের জন্য তিন সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। কমিটি আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দেবে।


এমবি/টিআই