টিকটক বানাতে গিয়ে প্রাণ গেল হৃদয়ের

গাজীপুরের টঙ্গীর ঘুটিয়া বিলে টিকটক ভিডিও ধারণ করতে গিয়ে প্রাণ হারিয়েছে এক কিশোর।

Oct 14, 2025 - 18:17
 0  2
টিকটক বানাতে গিয়ে প্রাণ গেল হৃদয়ের

মেঘনাবার্তা প্রতিনিধিঃ
গাজীপুরের টঙ্গীর ঘুটিয়া বিলে টিকটক ভিডিও ধারণ করতে গিয়ে প্রাণ হারিয়েছে এক কিশোর। সোমবার (১৩ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে, আর মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।

নিহত কিশোরের নাম আল মেহেদি হৃদয় (১৫)। তিনি ময়মনসিংহের মুক্তাগাছা থানার মৃত আব্দুল খালেক ও ফাতেমা বেগমের সন্তান।

স্থানীয়রা জানান, হৃদয়সহ চার বন্ধু মিলে সোমবার বিকেলে তালের তৈরি নৌকা নিয়ে ঘুটিয়ার বিলে যায় টিকটক ভিডিও ধারণের জন্য। একপর্যায়ে তিনজন পানিতে নেমে ভিডিও তুলছিল, কিন্তু স্রোতের টানে তারা তলিয়ে যেতে থাকে। তাদের মধ্যে দুজন কোনোরকমে নৌকায় উঠলেও হৃদয় পানিতে ডুবে যায়।

চাঞ্চল্যকর বিষয় হলো, নৌকায় থাকা নয় বছরের শিশু ইব্রাহিম মোবাইল ফোনে হৃদয়ের ডুবে যাওয়ার পুরো ঘটনাটি ভিডিও করে।

ঘটনার পরপরই টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। স্টেশন অফিসার শাহিন আলম বলেন, “সোমবার বিকেল থেকে আমরা উদ্ধার কাজ চালিয়েছি। অবশেষে মঙ্গলবার বিকেলে মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।”

স্থানীয়রা বলেন, এমন মর্মান্তিক ঘটনা যেন ভবিষ্যতে আর না ঘটে— এজন্য কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সচেতন করতে হবে অভিভাবকদেরই।

— এমবি/টিআই