শাহরুখ নয়, শাকিবের সঙ্গেই কাজ করতে চান মনিকা কবির

নিজস্ব প্রতিবেদক: রাশিয়ান মডেল, কনটেন্ট ক্রিয়েটর ও নৃত্যশিল্পী মনিকা কবির। অনেক দিন ধরেই তিনি বাংলাদেশে আছেন। বিভিন্ন এলাকা ঘুরে রাস্তার মাঝেই করছেন কনটেন্ট। তার এসব কর্মকাণ্ডে কেউ মুগ্ধ হচ্ছেন, আবার কেউ হচ্ছেন বিস্মিত।
সাক্ষাৎকারে মনিকা জানান, তার জীবনে এমন অনেক ঘটনা রয়েছে, যা থেকে সহজেই সিনেমার গল্প তৈরি করা যায়। উপস্থাপিকা মনিকাকে প্রশ্ন করেন, যদি তিনি সিনেমা বানানো তাহলে সেখানে কোন নায়ককে চাইবেন? শাহরুখ খান নাকি অন্য কেউ।
এরপর উপস্থাপিকা প্রশ্ন করেন, বাংলাদেশি কোনো নায়কের সঙ্গে কাজ করতে চান কি না? মনিকা কিছুটা ভাঙা ভাঙা বাংলায় বলেন, ‘আছে একজন, যিনি বিদেশি নায়িকাদের সঙ্গে অভিনয় করেন।’ এতেই যেন ভক্তরা বুঝতে পারেন, এই মডেল ঠিক কোন নায়কের কথা বলছেন।
শাকিব খানের সঙ্গে কাজের ইচ্ছা প্রকাশ করে মনিকা জানান, শাকিব খান ঢালিউডের সুপারস্টার, যিনি বহু বিদেশি নায়িকাদের সঙ্গে কাজ করেছেন এবং এসব সিনেমা ব্যাবসায়িকভাবে সফল হয়েছে। এ কারণে তিনি মনে করেন, শাকিবের সঙ্গে কাজ করা তার জন্য ভালো হবে।
রাশিয়ার মডেল মনিকা কবির সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ জনপ্রিয় মুখ।