‘সোলজার’-এর ফার্স্টলুকে শাকিব খান

নিজস্ব প্রতিবেদক: প্রকাশ হয়ে গেল শাকিব খানের বহুল প্রত্যাশিত সিনেমা ‘সোলজার’-এর প্রথম ঝলক প্রকাশ করেছেন । আসন্ন এ সিনেমার প্রথম ঝলকেই ভক্তদের বিশেষ বার্তা দিলেন ঢালিউড মেগাস্টার। জানালেন, এই গল্প দর্শকদের অনুপ্রেরণা দেবে।
৩৩ সেকেন্ডের ট্রেলারে ঘরির কাটার সঙ্গে দেখা গেল বাংলাদেশের পতাকা, যার উপর দিয়ে উড়ে যায় হেলিকপ্টার।
সোলজারে নিজের চরিত্র নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে শাকিব খান বলেছেন, ‘আগ বাড়িয়ে বলতে চাই না যে একদম ভিন্ন রূপে আমাকে দেখতে পাবেন দর্শকরা।
সিনেমাটির নির্মাতা সাকিব ফাহাদ জানান, সিনেমাটি কেবল যুদ্ধ বা দেশপ্রেমের গল্প নয়। এটি নতুন প্রজন্মের সেই তরুণদের গল্প- যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, ন্যায়ের পক্ষে দাঁড়ায় এবং দেশের জন্য কিছু করার স্বপ্ন দেখে।
‘সোলজার’ প্রযোজনা করছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড, পরিচালনায় আছেন তরুণ নির্মাতা সাকিব ফাহাদ। শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন তানজিন তিশা।