এনআইডির জন্য শেরপুরের বাসিন্দা হিসেবে রোহিঙ্গা যুবকের আবেদন

শেরপুর জেলা নির্বাচন অফিসে ভুয়া নাম-পরিচয় ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) করতে এসে এক রোহিঙ্গা যুবক আটক হয়েছেন।

Sep 16, 2025 - 10:24
 0  2
এনআইডির জন্য শেরপুরের বাসিন্দা হিসেবে রোহিঙ্গা যুবকের আবেদন

নিজস্ব প্রতিনিধি: শেরপুর জেলা নির্বাচন অফিসে ভুয়া নাম-পরিচয় ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) করতে এসে এক রোহিঙ্গা যুবক আটক হয়েছেন।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে তাকে আটক করে পুলিশে দেয় জেলা নির্বাচন অফিস।

আটক ওই রোহিঙ্গা যুবকের নাম মো. আমিন। তিনি কক্সবাজারের উখিয়ার টাংহালি রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা ও মিয়ানমারের নাগরিক।

আটক রোহিঙ্গা মো. আমিন কক্সবাজারের উখিয়ার টাংহালি রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা ও মিয়ানমারের নাগরিক। তার বাবা নাম জাহিদ হোসেন এবং মায়ের নাম গুলবাহার।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আলম মিয়া নাম ব্যবহার করে উখিয়ার টাংহালি রোহিঙ্গা ক্যাম্পের ওই ব্যক্তি এনআইডি গ্রহণের জন্য শেরপুর জেলা নির্বাচন অফিসে আবেদন করেন। সেখানে তিনি বাবার নাম আলী হোসেন উল্লেখ করেন এবং শেরপুর পৌরসভার কসবা মোল্লাপাড়া ও শিবুত্তর এলাকার বাসিন্দা হিসেবে দাবি করেন। তবে কথাবার্তা ও নথিপত্র যাচাইয়ের সময় কর্মকর্তাদের সন্দেহ হলে বিস্তারিত জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে রোহিঙ্গা বলে স্বীকার করেন।

এ বিষয়ে শেরপুর অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মো. সাইফুল ইসলাম জানান, তার কাগজপত্র দেখে আমাদের সন্দেহ হয়। এ ছাড়া তার ভাষাগত বিষয়টি আমাদের নজরে আসে। পরে তাকে আমরা জিজ্ঞাসাবাদ করলে নিজেকে রোহিঙ্গা বলে স্বীকার করেন।

আটক রোহিঙ্গা যুবক মো. আমিন বলেন, ‘আমি কক্সবাজারের উখিয়ার টাংহালি ক্যাম্পে থাকি। এ দেশের নাগরিক হওয়ার আশায় ভোটার আইডি কার্ড করতে শেরপুরে এসেছিলাম। কাজের জন্য পরিচয়পত্র পেলে সুবিধা হবে ভেবেই আলম নামে আবেদন করেছি।’

এ ব্যাপারে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জাহাঙ্গীর আলম খান বলেন, রোহিঙ্গা যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার সঙ্গে স্থানীয় কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এটা একটা বড় অপরাধ। আমাদের প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা চলমান আছে।

এমবি/টিআই