'জয় বাংলা' স্লোগান দেওয়ার অভিযোগে তরুণ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের কুলাউড়ায় শেখ হাসিনাকে নিয়ে বক্তব্য এবং ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে ফাহিম ইসলাম (১৯) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (৯ আগস্ট) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা যায়, কুলাউড়া থানার ওসি ওমর ফারুকের নেতৃত্বে এসআই হাবিবুর রহমান, মোস্তাফিজুর রহমান, এএসআই মিরাজুল ইসলামসহ পুলিশের একটি দল পৌর শহরের মাগুরা এলাকা থেকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সিলেটের বিয়ানীবাজার উপজেলার দাসুরা বাজার এলাকার বাসিন্দা মইনুল ইসলামের ছেলে।
জানা যায়, সম্প্রতি ফাহিম শেখ বিএনপি নেতার বাসার ব্যানারের সামনে বসে হাসিনাকে নিয়ে বক্তব্য দেন। তার বক্তব্যের ভিডিও ধারণ করেন তার কয়েকজন সহপাঠী। ওই ভিডিওতে তরুণ ফাহিম উল্লেখ করেন, ‘আওয়ামী লীগ আবারও ফিরে আসবে।
কুলাউড়া থানার ওসি মো. ওমর ফারুক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, ফাহিম কুলাউড়ায় মুরাদ আহমেদ নামে বিএনপির এক নেতার বাসায় কয়েকটি ব্যানারের সামনে বসে শেখ হাসিনাকে নিয়ে বক্তব্য দিচ্ছেন এবং শিগগিরই তিনি আসবেন বলে উল্লেখ করে ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছেন। বিষয়টি নজরে আসার পর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।