নেপোটিজম বিতর্কে ব্যঙ্গাত্মক জবাব সোনাক্ষীর

Oct 14, 2025 - 20:14
 0  2
নেপোটিজম বিতর্কে ব্যঙ্গাত্মক জবাব সোনাক্ষীর

মেঘনাবার্তা প্রতিনিধি: বলিউডে স্বজনপোষণ বা নেপোটিজম বিতর্কে একাধিকবার লক্ষ্য হয়েছেন অভিনেতা শত্রুঘ্ন সিনহার কন্যা সোনাক্ষী সিনহা। তবে এবার তিনি বিষয়টিকে কৌতুকরসে ফুটিয়ে তুলেছেন।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ধনতেরাস উপলক্ষে এক অনলাইন শপিং সাইটের বিজ্ঞাপনী ভিডিওতে সোনাক্ষী স্বজনপোষণ বিতর্ককে বিদ্রুপ করেছেন। ভিডিওতে দেখা যায়, শৈশব থেকে মুখে সোনার চামচ নিয়ে বেড়ে ওঠা এবং সেই ‘গোল্ডেন স্পুন’ মুখে নিয়ে সময়ের সাথে ধুলো পরিষ্কার করার দৃশ্য। এমনকি মুখে চামচ নিয়েই তিনি ‘দাবাং’ সিনেমার সুপারহিট সংলাপ বলেন— “থাপ্পড় সে ডর নেহি লাগতা সাহাব, প্যায়ার से लगता হ্যায়।”

এক দৃশ্যে নিন্দুকদের উদ্দেশ্যে তিনি বলেন, “জন্মের সঙ্গেই সোনার সোনাপ্রাপ্তি ঘটেছে। আপনারা নিজেদেরটা দেখে নিন।” কৌতুকরসের মাধ্যমে সোনাক্ষী তাঁর জন্মগত সুবিধা ও নেপোটিজম বিতর্ককে ব্যঙ্গ করেছেন।

এই সাহসী ‘আত্ম-প্যারোডি’ ভিডিওটি নেটদুনিয়ায় দ্রুত ভাইরাল হয়েছে এবং দর্শক-অনুরাগীদের প্রশংসা কুড়াচ্ছে।

এমবি/এসআর