সাহারার নামে পোস্ট করা ছবিগুলো ভুয়া

মেঘনাবার্তা প্রতিনিধি: একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা সাহারা, যিনি ‘প্রিয়া আমার প্রিয়া’ ছবির শাকিব খানের নায়িকা হিসেবে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন, দীর্ঘ ছয় বছরের বেশি সময় ধরে অভিনয় থেকে দূরে রয়েছেন। তার স্বামী মাহবুবুর রহমান মনির আগেই জানিয়েছেন, সাহারা ভবিষ্যতেও চলচ্চিত্রে ফেরার পরিকল্পনা করছেন না।
সাহারা নিজেও জানিয়েছেন, “বর্তমানে স্বামী-সংসার এবং ব্যবসার কাজ নিয়ে অনেক ব্যস্ততা। অন্য কিছু নিয়ে চিন্তা করার সুযোগ নেই। এছাড়া স্বামী চলচ্চিত্রে অভিনয় একেবারেই পছন্দ করেন না। তাই তার পছন্দ-অপছন্দকে শ্রদ্ধা জানিয়ে অভিনয় থেকে দূরে রয়েছি।”
তবে সম্প্রতি সাহারার নামে কিছু ছবি ও সামাজিক মিডিয়া পোস্ট ভাইরাল হয়েছে। যাচাই করলে দেখা গেছে, এসব ছবির অনেক ভুয়া বা সম্পাদিত। ফেসবুকের তাবাসসুম নামের একটি অ্যাকাউন্ট এবং ইনস্টাগ্রামের শ্রেতা নামের একটি অ্যাকাউন্ট থেকে ছবি পোস্ট করা হয়েছে, যেখানে সাহারার মুখ বসানো বা কিছু ছবি এআই দিয়ে তৈরি।
এছাড়া সাহারার নামে যে ফেসবুক অ্যাকাউন্ট থেকে ছবিগুলো শেয়ার করা হচ্ছে, সেটিও ভুয়া।
এমবি/এসআর