ভেনিজুয়েলায় সরকার পরিবর্তনের ষড়যন্ত্র করছে যুক্তরাষ্ট্র: মাদুরো

ক্যারিবীয় সাগরে নৌবহর মোতায়েন করে যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলার সরকার পরিবর্তনের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। ওয়াশিংটনের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে সোমবার (১ সেপ্টেম্বর) রাজধানী কারাকাসে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

Sep 2, 2025 - 20:45
 0  2
ভেনিজুয়েলায় সরকার পরিবর্তনের ষড়যন্ত্র করছে যুক্তরাষ্ট্র: মাদুরো
ছবি, সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক: ভেনিজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রের শত্রুতা বহুদিনের। তারই ধারাবাহিকতায় এবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরকার মাদক চোরাচালান দমনের কথা বলে ভেনিজুয়েলায় সরকার পরিবর্তনে তৎপরতা শুরু করেছে। তৎরতার অংশ হিসেবে দক্ষিণ আমেরিকার দেশটি ঘিরে নৌ শক্তি বাড়াচ্ছে দেশটি।

 
এ নিয়ে ল্যাটিন আমেরিকা অঞ্চলজুড়ে তুমুল উত্তেজনা বিরাজ করছে। এদিকে মার্কিন সামরিক উপস্থিতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি অব্যাহত রেখেছেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো। সোমবার রাজধানী কারাকাসে একটি সংবাদ সম্মেলন করেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।
 
সেখানে ট্রাম্পকে হুঁশিয়ারী দিয়ে তিনি বলেন, রিপাবলিকান নেতা মার্কো রুবিও দক্ষিণ আমেরিকায় রক্তপাত ঘঁটিয়ে ট্রাম্পের নাম ইতিহাসে রক্তাক্ত করতে চাইছেন। যদিও আগে থেকেই মাদক নিয়ন্ত্রণের কথা বলে আসছে মার্কিন প্রশাসন।
 
এ সময় মার্কিন প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, যুক্তরাষ্ট্র আটটি যুদ্ধজাহাজ, ১২শ' মিসাইল ও একটি পারমাণবিক সাবমেরিন তার দেশের দিকে তাক করে রেখেছে। তিনি বলেন, এটি অন্যায্য, অনৈতিক ও রক্তক্ষয়ী যুদ্ধের হুমকি।
 
মাদুরো সরাসরি ট্রাম্পকে সতর্ক করে বলেন, রিপাবলিকান নেতা মার্কো রুবিও দক্ষিণ আমেরিকায় রক্তপাত ঘটিয়ে ট্রাম্পের নাম ইতিহাসে রক্তাক্ত করতে চাইছেন। 
 
তিনি আরও দাবি করেন, এ ধরনের পদক্ষেপ পুরো মহাদেশজুড়ে ভয়াবহ যুদ্ধ ডেকে আনবে। শুধু সমালোচনা নয়, আলোচনার বার্তাও দিয়েছেন মাদুরো। যুক্তরাষ্ট্রকে শান্তির পথে আসার আহ্বান জানিয়ে বলেন, ভেনিজুয়েলার সঙ্গে সহযোগিতা চাইলে সবসময় বন্ধুত্বের হাত বাড়ানো হবে।
  
তবে যুক্তরাষ্ট্রের অভিযোগ, মাদুরো সরকারের উচ্চপর্যায়ের অনেকে ‘কার্টেল দে লস সোলেস’ নামে একটি নেটওয়ার্কের মাধ্যমে মাদক পাচারে জড়িত। এ নিয়ে ভেনেজুয়েলায় রাজনৈতিক বিতর্ক তীব্র হলেও মাদুরো সব অভিযোগ অস্বীকার করে আসছেন। 
 
বিশেষজ্ঞরা বলছেন, সরাসরি মাদুরোকে প্রমাণ করা কঠিন হলেও তার ঘনিষ্ঠ মহলের অনেকে অতীতে মাদক পাচার মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন।
এমবি এইচআর