একাধিক রেকর্ড ভাঙলেন জোকোভিচ
শনিবার ভোরে ইউএস ওপেনের কোর্টে নেমে ২৫তম গ্র্যান্ডস্লাম জয়ের পথে এক ধাপ এগিয়ে গেলেন নোভাক। নিজের চোটকে পাশ কাটিয়ে ৬-৪, ৬-৭ (৪), ৬-২, ৬-৩ গেমে ক্যামরন নরিকে হারিয়ে চতুর্থ রাউন্ডে উঠেছেন নোভাক।

নিজস্ব প্রতিবেদক: উইম্বলডনের সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন ইয়ানিক সিনারের বিপক্ষে হেরেছিলেন নোভাক জোকোভিচ। সার্বিয়ান টেনিস কিংবদন্তি তখন অবশ্য বলেছিলেন এটাই তার শেষ উইম্বলডন নয়। খেলছেন এখন ইউএস ওপেনে। দিন যত গড়াচ্ছে নিজের নামে করে নিচ্ছেন টেনিসের আরেক কিংবদন্তি সাবেক সুইস তারকা রজার ফেদেরারের অনেক রেকর্ড। এবার টেনিসের মূল আসরের হার্ডকোর্টে ১৯২তম জয় তুলে নেন নোভাক। তাতেই ছাড়িয়ে গেলেন ফেদেরারকে।
শনিবার ভোরে ইউএস ওপেনের কোর্টে নেমে ২৫তম গ্র্যান্ডস্লাম জয়ের পথে এক ধাপ এগিয়ে গেলেন নোভাক। নিজের চোটকে পাশ কাটিয়ে ৬-৪, ৬-৭ (৪), ৬-২, ৬-৩ গেমে ক্যামরন নরিকে হারিয়ে চতুর্থ রাউন্ডে উঠেছেন নোভাক।
সাথে নিজের নাম জড়ান সবচেয়ে বেশি বয়সী টেনিস তারকা জিমি কনরের করা ১৯৯১ সালের রেকর্ডে। সবচেয়ে বয়োজ্যেষ্ঠ টেনিস তারকা হিসেনে ইউএস ওপেনের শেষ ষোলোয় জায়গা করে নিয়েছেন জোকোভিচ। ৩৮ বছর বয়সে এমন রেকর্ডে নাম লেখান নোভাক।
২৪ গ্র্যান্ডস্লাম জিতে পুরুষ এককে সর্বোচ্চ মেজর শিরোপা জয়ের মালিক জোকোভিচ। আর ছেলে ও মেয়ে মিলিয়ে রেকর্ডটা যৌথভাবে মার্গারেট কোর্ট ও জোকোভিচের। সেটাই একান্ত করে নেয়ার লক্ষ্য তার।
নরির বিপক্ষে তিনঘণ্টার লম্বা ম্যাচ খেলে এপর্যন্ত সাত ম্যাচের সবকটিতেই জয় পেয়েছেন নোভাক। ম্যাচ শেষে বলেছেন, ‘সব ম্যাচেই সরাসরি সেটে জয় নেওয়ার জন্য আশা থাকে, কীভাবে নাটকীয়তা ছাড়া সহজে জেতা যায় তাই লক্ষ্য। অবশ্য সবসময় এমন হয়ও না। এখনো চেষ্টা চলমান কোর্টে নিজের ছন্দ ও নিয়ন্ত্রণ খুঁজে পেতে। বিগত দুই রাউন্ডের চেয়ে ভাল করেছি। চোট নিয়েই উত্থান-পতনের মধ্যে দিয়ে গিয়েছি।’
সম্প্রতি সার্বিয়ায় চলমান শিক্ষার্থীদের সরকার বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের পক্ষে অবস্থান করেছিলেন নোভাক। যেজন্য দেশটির সরকারপক্ষ তাকে দেশদ্রোহের তকমাও দিয়েছেন।
এমবি এইচআর