চীন-ভারত প্রতিদ্বন্দ্বী নয় বরং সহযোগী : শি চিনপিং

Aug 31, 2025 - 18:05
 0  2
চীন-ভারত প্রতিদ্বন্দ্বী নয় বরং সহযোগী : শি চিনপিং

নিজস্ব প্রতিবেদক: চীনের প্রেসিডেন্ট শি চিনপিং রবিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বলেছেন, ‘চীন ও ভারত প্রতিদ্বন্দ্বী নয় বরং সহযোগী এবং একে অপরের জন্য হুমকি নয় বরং উন্নয়নের সুযোগ।’

বন্দরনগরী তিয়ানজিনে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলন ২০২৫-এর আগে দুই নেতা বৈঠকে মিলিত হন। এ সময় শি বলেন, ‘এ বৃহত্তর দিকনির্দেশনা ধরে রাখতে পারলে চীন-ভারত সম্পর্ক টেকসই, স্থিতিশীল ও দীর্ঘ মেয়াদে এগিয়ে যেতে সক্ষম হবে।’

শি চিনপিং বলেন, ‘চীন ও ভারতের উচিত সুসম্পর্কিত প্রতিবেশী ও একে অপরের সাফল্যে সহায়তাকারী অংশীদার হয়ে ওঠা।

’ তিনি আরো বলেন, দুই দেশের ‘ড্রাগন ও হাতির সমন্বিত নৃত্যের’ মতো সহযোগিতার পথ বেছে নেওয়া সঠিক সিদ্ধান্ত হবে।

এ বছর চীন-ভারত কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি উল্লেখ করে তিনি বলেন, ‘দুই দেশের উচিত কৌশলগত ও দীর্ঘমেয়াদি দৃষ্টিকোণ থেকে দ্বিপক্ষীয় সম্পর্ককে দেখা ও পরিচালনা করা।’

তিনি দুই দেশকে কৌশলগত যোগাযোগ জোরদার করে পারস্পরিক আস্থা গভীর করা, আদান-প্রদান ও পারস্পরিক লাভজনক সহযোগিতা বাড়ানো, একে অপরের উদ্বেগকে গুরুত্ব দিয়ে শান্তিপূর্ণ সহাবস্থানের পথ খোঁজা এবং বহুপক্ষীয় সহযোগিতা জোরদার করে যৌথ স্বার্থ রক্ষার আহ্বান জানান।

শি আরো বলেন, দুই এশীয় প্রতিবেশীর একসঙ্গে কাজ করে সীমান্ত অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা উচিত এবং সীমান্ত ইস্যুকে চীন-ভারত সম্পর্কের সামগ্রিক কাঠামো নির্ধারণ করতে দেওয়া উচিত নয়।

সূত্র : চায়না ডেইলি

এমবি/এসআর