হাসপাতালের মতবিনিময় সভায় ক্ষোভ ঝাড়লেন জেলা প্রশাসক

শেরপুর জেলা হাসপাতালে চলমান ন্যায্য চিকিৎসা ব্যবস্থার অভাবে অসন্তোষ এবং অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান স্বউদ্যোগে হাসপাতালের কনফারেন্স হাউজে আলোচনা সভার আয়োজন করেছেন।

Aug 25, 2025 - 19:12
 0  2
হাসপাতালের মতবিনিময় সভায় ক্ষোভ ঝাড়লেন জেলা প্রশাসক
ছবি, সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক: শেরপুর জেলা হাসপাতালে চলমান ন্যায্য চিকিৎসা ব্যবস্থার অভাবে অসন্তোষ এবং অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান স্বউদ্যোগে হাসপাতালের কনফারেন্স হাউজে আলোচনা সভার আয়োজন করেছেন। সভায় হাসপাতালের প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী, প্রকৌশল বিভাগ ও বিশেষ অতিথিরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক সভায় হাসপাতালের বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত শুনে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রুত সমস্যার সমাধানের জন্য সকলের সহযোগিতা কামনা করেন। তিনি ঘোষণা করেন, হাসপাতালের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণের জন্য একটি ছোট কমিটি গঠন করা হবে এবং সপ্তাহে অন্তত একদিন নোটিশ ছাড়া হাসপাতাল পরিদর্শন করা হবে।

সভায় জানানো হয়, হাসপাতাল বর্তমানে লোকবল সংকটের সম্মুখীন, হাসপাতাল চুরি, ছিনতাই ও দালালের ভয়াবহতায় আক্রান্ত। পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাব এবং রাতের বেলায় হাসপাতালের অরক্ষিত অবস্থার কারণে রোগীরা ভোগান্তির শিকার হচ্ছেন। কর্মকর্তারা জানিয়েছেন, প্রভাবশালীদের অনৈতিক তদবীর এবং সন্ত্রাসীদের উপস্থিতি হাসপাতালের সেবা কার্যক্রমকে বিঘ্নিত করছে।

সভায় উপস্থিত বক্তারা প্রশাসনের দায়িত্বজ্ঞানহীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। জেলা প্রশাসক এসব সমস্যা দ্রুত সমাধান করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যক্রম ত্বরান্বিত করার নির্দেশ দেন।

আলোচনা সভায় শেরপুরের সিভিল সার্জন ডা. মুহাম্মদ মাহীন, জেলা হাসপাতালের তত্বাবধায়ক ডা. সেলিম মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক হাফিজা জেসমিন, পৌর প্রশাসক মো. সাকিল আহাম্মেদ, প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক কাকন রেজা ও মাসুদ হাসান বাদল, এনএসআই কর্মকর্তা এটিএম কামাল হোসেন, ডিএসবির ওসি শহিদুল ইসলাম, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ জেলার অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এমবি এইচআর