এবার পাকিস্তান সীমান্তে ভারী ট্যাংক ও যুদ্ধাস্ত্র নিচ্ছে আফগানিস্তান

পাকিস্তানের সঙ্গে সীমান্তে টানা সংঘর্ষের পর এবার সীমান্ত অঞ্চলে ট্যাংক ও ভারী যুদ্ধাস্ত্র মোতায়েন করছে আফগানিস্তান। দেশটির সংবাদমাধ্যম তোলো নিউজ জানিয়েছে, আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে এই ভারী অস্ত্র ও সাঁজোয়া যান সীমান্তের দিকে পাঠানো হচ্ছে।

Oct 12, 2025 - 18:58
 0  2
এবার পাকিস্তান সীমান্তে ভারী ট্যাংক ও যুদ্ধাস্ত্র নিচ্ছে আফগানিস্তান
ছবি-সংগৃহিত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

পাকিস্তানের সঙ্গে সীমান্তে টানা সংঘর্ষের পর এবার সীমান্ত অঞ্চলে ট্যাংক ও ভারী যুদ্ধাস্ত্র মোতায়েন করছে আফগানিস্তান। দেশটির সংবাদমাধ্যম তোলো নিউজ জানিয়েছে, আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে এই ভারী অস্ত্র ও সাঁজোয়া যান সীমান্তের দিকে পাঠানো হচ্ছে।

শনিবার রাতভর পাক-আফগান সীমান্তে ভয়াবহ সংঘর্ষের পর আজ রবিবার (১২ অক্টোবর) পাকিস্তান সব সীমান্ত ক্রসিং বন্ধ করে দিয়েছে। সংঘর্ষে আফগান সেনারা পাকিস্তানের ২৫টি সীমান্ত পোস্ট দখল৫৮ জন পাকিস্তানি সেনাকে হত্যা করেছে বলে দাবি করেছে তালেবান সরকার।

তালেবান প্রশাসনের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছেন, আফগান সেনারা পাক বাহিনীর একাধিক পোস্টে অভিযান চালিয়ে তাদের পিছু হটতে বাধ্য করেছে। সংঘর্ষে আরও ৩০ পাকিস্তানি সেনা আহত হয়েছে বলে দাবি করা হয়েছে।

আফগান মুখপাত্র সতর্ক করে বলেন, পাকিস্তান যদি আবারও আফগানিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন করে, তবে আরও কঠোর প্রতিক্রিয়া জানানো হবে।

এর আগে গত বৃহস্পতিবার রাতে পাকিস্তান আফগান রাজধানী কাবুলে বিমান হামলা চালায়। ওই হামলায় তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর প্রধান নূর ওয়ালি মেসুদ নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তার ঘনিষ্ঠ সহযোগী ক্বারী সাইফুল্লাহ মেসুদসহ কয়েকজনও নিহত হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবান সরকার জানায়, পাকিস্তানের এই বিমান হামলা তাদের দেশের সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন। তবে হামলায় কারা নিহত হয়েছেন, সে বিষয়ে সরকারিভাবে কোনো তথ্য দেয়নি কাবুল প্রশাসন।

এমবি এইচআর