শান্তিতে নোবেল ঘোষণা আজ, ট্রাম্পের কি খবর?

এ বছরের নোবেল শান্তি পুরস্কারের বিজয়ীর নাম ঘোষণা করা হবে আজ শুক্রবার (১০ অক্টোবর)। বাংলাদেশ সময় দুপুর ৩টায় নরওয়ের রাজধানী অসলোতে নরওয়েজিয়ান নোবেল কমিটি আনুষ্ঠানিকভাবে বিজয়ীর নাম প্রকাশ করবে।

Oct 10, 2025 - 11:54
 0  1
শান্তিতে নোবেল ঘোষণা আজ, ট্রাম্পের কি খবর?
ছবি-সংগৃহিত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ এ বছরের নোবেল শান্তি পুরস্কারের বিজয়ীর নাম ঘোষণা করা হবে আজ শুক্রবার (১০ অক্টোবর)। বাংলাদেশ সময় দুপুর ৩টায় নরওয়ের রাজধানী অসলোতে নরওয়েজিয়ান নোবেল কমিটি আনুষ্ঠানিকভাবে বিজয়ীর নাম প্রকাশ করবে। এ বছর মোট ৩৩৮ জন প্রার্থী শান্তিতে নোবেলের জন্য মনোনীত হয়েছেন।

পাঁচ সদস্যের নরওয়েজিয়ান নোবেল কমিটি এই পুরস্কার বিজয়ী নির্বাচন করে। তাদের নিয়োগ দেয় নরওয়ের পার্লামেন্ট রাজনৈতিক দলগুলোর সুপারিশের ভিত্তিতে।

আলফ্রেড নোবেলের ১৮৯৫ সালের উইল অনুযায়ী, পুরস্কার দেওয়া হয় এমন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে, যারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা, রাষ্ট্রগুলোর মধ্যে বন্ধুত্ব বৃদ্ধি, স্থায়ী সেনাবাহিনীর বিলোপ বা হ্রাস এবং শান্তি সম্মেলনের আয়োজন ও প্রচারে গুরুত্বপূর্ণ অবদান রাখে।

নোবেল শান্তি পুরস্কারের জন্য প্রার্থী প্রস্তাব করতে পারেন সরকার ও সংসদ সদস্য, রাষ্ট্রপ্রধান, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং পূর্ববর্তী নোবেলজয়ীরা। এ বছর ৩৩৮টি মনোনয়ন পাওয়া গেছে।

প্রতিটি মনোনয়ন বিশ্লেষণ করে কমিটি একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করে এবং তা বিশেষজ্ঞদের মাধ্যমে পর্যালোচনা করা হয়। পরে কমিটি সভা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়।

প্রকাশিত নামগুলোর মধ্যে রয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত, ন্যাটো, হংকংয়ের কর্মী চাউ হ্যাং-তুং এবং কানাডার মানবাধিকার আইনজীবী ইরউইন কটলার।

এ ছাড়া কম্বোডিয়া, ইসরাইল ও পাকিস্তানের কয়েকজন নেতা যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম মনোনয়ন দিয়েছেন, তবে তা আগামী বছরের পুরস্কারের জন্য বিবেচিত হবে।

বিশেষজ্ঞদের মতে, এবার পুরস্কার মানবিক সংস্থা, সাংবাদিক বা জাতিসংঘের কোনো প্রতিষ্ঠান পেতে পারে।

নোবেল বিজয়ীরা পাবেন এক কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা (প্রায় ১২ লাখ মার্কিন ডলার) এবং একটি স্বর্ণপদক। প্রতি বছর ১০ ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে বিজয়ীদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।

এমবি এইচআর