চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, হাসপাতাল থেকে ফিরে অভিনেত্রী বললেন ‘কঠিন সময় ছিল’

Sep 16, 2025 - 11:10
 0  2
চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, হাসপাতাল থেকে ফিরে অভিনেত্রী বললেন ‘কঠিন সময় ছিল’

নিজস্ব প্রতিবেদক: হঠাৎই চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়ে গুরুতর আহত হয়েছেন অভিনেত্রী কারিশমা শর্মা। এরপর দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। দুর্ঘটনার জেরে মাথায় চোট পেয়েছেন বলে জানা গেছে। সম্প্রতি এমন ঘটনা ঘটে।

তবে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন এ অভিনেত্রী। বর্তমানে অনেকটাই ভালো আছেন তিনি। এক ফেসবুক পোস্টের মাধ্যমে ভক্তদের জানালেন এই সংবাদ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসপাতালের ছবি পোস্ট কারিশমা লিখেছেন, ‘আমি সবাইকে জানাতে চাই যে আমি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছি।

চিকিৎসকের পরামর্শে সেরে উঠেছি এবং আমার চিকিৎসক জানিয়েছেন যে, আমার ক্ষত তেমন গভীর না। ক্ষতস্থানে বেশ যন্ত্রণা রয়েছে এখনও। তবে তা সময়ের সঙ্গে সঙ্গে সেরে যাবে বলেই বলেছেন চিকিৎসক।’

এরপর কারিশমা আরো লেখেন, ‘এটা সত্যিই খুব কঠিন সময় ছিল।

আমি এখনও সেদিনের কথা মনে পড়লে ভয় পেয়ে যাই। আমি নিজেকে খুবই ভাগ্যবান মনে করি যে আমার জন্য আপনারা সকলে অনেক প্রার্থনা করেছেন। আমাকে অনেক ভালোবেসেছেন। তার জন্য আমি কৃতজ্ঞ। যার কথা না বললেই নয় তিনি হলেন আমার মা।
আমার এই অবস্থার কথা শুনে তিনি সেদিনই ফ্লাইট ধরে চলে আসেন আমার কাছে। আমাকে প্রতি মুহূর্তে আমার মা শক্তি জুগিয়েছেন।’
সম্প্রতি শাড়ি পরিহিত অবস্থায় ট্রেনে উঠছিলেন কারিশমা। সে সময় আচমকা ট্রেনের গতি বাড়ে। এ অবস্থায় লাফ দেন অভিনেত্রী। দুর্ঘটনার খবর পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন তার সহকর্মী ও শুভানুধ্যায়ীরা। অবশেষে কারিশমার পোস্ট দেখে স্বস্তিতে অনুরাগীরা। 
এমবি/এসআর