আফগানিস্তানের কাবুলে মধ্যরাতে পাকিস্তানের বিমান হামলা, টিটিপি প্রধান নিহতের গুঞ্জন

আফগানিস্তানের রাজধানী কাবুলে বৃহস্পতিবার দিবাগত রাতে বিমান হামলা চালিয়েছে পাকিস্তানের বিমানবাহিনী। লক্ষ্য ছিল পাকিস্তান তেহরিক-ই-তালিবান (টিটিপি) প্রধান নূর ওয়ালি মেসুদের গাড়ি।

Oct 10, 2025 - 14:53
 0  2
আফগানিস্তানের কাবুলে মধ্যরাতে পাকিস্তানের বিমান হামলা, টিটিপি প্রধান নিহতের গুঞ্জন
ছবি-সংগৃহিত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ আফগানিস্তানের রাজধানী কাবুলে বৃহস্পতিবার দিবাগত রাতে বিমান হামলা চালিয়েছে পাকিস্তানের বিমানবাহিনী। লক্ষ্য ছিল পাকিস্তান তেহরিক-ই-তালিবান (টিটিপি) প্রধান নূর ওয়ালি মেসুদের গাড়ি। পাকিস্তানি সংবাদমাধ্যম পাকিস্তান অবজারভার-এর প্রতিবেদনে জানানো হয়েছে, এ হামলায় নূর ওয়ালি মেসুদ নিহত হয়েছেন বলে জোর গুঞ্জন ছড়িয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মধ্যরাতের সূক্ষ্ম ও নির্ভুল হামলায় নূর ওয়ালি মেসুদের পাশাপাশি তার ঘনিষ্ঠ সহযোগী ক্বারী সাইফুল্লাহ মেসুদসহ আরও কয়েকজন সশস্ত্র সদস্য প্রাণ হারিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। সাইফুল্লাহ মেসুদকে টিটিপির সম্ভাব্য পরবর্তী নেতা হিসেবে বিবেচনা করা হতো। যদিও স্থানীয় সূত্র এখনো তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করতে পারেনি; তবে তিনি গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলার সময় নূর ওয়ালি মেসুদ গাড়িতে করে চলাচল করছিলেন। কাবুলের আকাশে দুটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং এরপর বিমানকে চক্কর দিতে দেখা যায়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে।

আফগান তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক্স (সাবেক টুইটার)-এ এক পোস্টে বিস্ফোরণের ঘটনা নিশ্চিত করে জনগণকে শান্ত থাকার আহ্বান জানান। তিনি দাবি করেন, বিস্ফোরণের মাত্রা ছোট ছিল, যদিও স্থানীয় বাসিন্দারা বলেছেন, হামলাটি ছিল অত্যন্ত শক্তিশালী।

পাকিস্তান সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী শুক্রবার সকালে পেশোয়ারে কর্পস সদর দপ্তরে এক জরুরি সংবাদ সম্মেলনে হামলার বিস্তারিত তথ্য প্রকাশ করবেন বলে জানিয়েছে পাকিস্তান অবজারভার।

এমবি এইচআর