নায়কের বিছানায় যেতে শ্যারন স্টোনকে জোর করেছিলেন প্রযোজক

Oct 8, 2025 - 15:10
 0  2
নায়কের বিছানায় যেতে শ্যারন স্টোনকে জোর করেছিলেন প্রযোজক

নিজস্ব প্রতিবেদক:  শ্যারন স্টোন, হলিউডের জনপ্রিয় এক নাম। নব্বইয়ের দশকে পেয়েছিলেন ‘সেক্স সিম্বল’-এর খেতাব। তাঁর ‘বেসিক ইনস্টিংক্ট’ দর্শকদের মধ্যে সাড়া ফেলেছিল। যৌন আবেদনময়ী চরিত্রে শ্যারন স্টোনের জুড়ি মেলা ভার।

তবে সেই শ্যারন স্টোনই হলিউডের এক প্রযোজকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন। সিনেমা হিট করাতে শ্যারনকে নায়কের বিছানায় যেতে জোর করেছিলেন নেই প্রযোজক যার নাম রবার্ট ইভানস। এমনই এক বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন ৬৬ বছর বয়সী শ্যারন। 

এক পডকাস্টে সাক্ষাৎকার দিতে গিয়ে শ্যারন জানিয়েছিলেন, ঘটনাটি ঘটেছিল ১৯৯৩ সালে মুক্তি পাওয়া ‘সিলভার’ সিনেমার শুটিংয়ের সময়।

 শুটিংয়ের মাঝেই শ্যারনকে নিজের অফিসে ডাকেন ‘গডফাদার’ সিনেমার প্রযোজক রবার্ট ইভানস। তার পর বিলির (বিলি বাল্ডউইন) সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হতে বলেন। শ্যারনের অভিযোগ, নায়কের সঙ্গে বিছানায় গেলেই সিনেমার যৌন দৃশ্য আকর্ষণীয় হবে বলেছিলেন প্রযোজক। আর সিনেমাকে বাঁচানোর এটাই একমাত্র পথ।
পডকাস্টে শ্যারন জানান, এমন প্রস্তাব মেনে নেওয়ার পাত্রী তিনি নন। তাই সরাসরি নাকচ করে দেন। 

২০১৯ সালের অক্টোবর মাসে প্রয়াত হন প্রযোজক রর্বাট ইভানস। শ্যারনের এই অভিযোগ নিয়ে তাঁর পরিবারের পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য আসেনি। তবে সামাজিক মাধ্যমে অভিনেত্রীকে পালটা দিয়েছেন অভিনেতা বিলি বাল্ডউইন।

‘সিলভার’ সিনেমার অন্তরঙ্গ দৃশ্যের ছবি শেয়ার করে অভিনেতা লেখেন, “জানি না কেন শ্যারন স্টোন এত বছর পরও আমাকে নিয়ে কথা বলতে থাকেন। এখনও আমার উপরে ক্রাশ আছে নাকি আমি উন্নতি করেছি বলে ব্যথা পেয়েছে?” এমনকী শ্যারনের গোপন তথ্য ফাঁস করার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

‘ক্যাসিনো’ এবং ‘বেসিক ইনস্টিংক্ট’-এর মতো চলচ্চিত্রে অভিনয়ের জন্য রীতিমতো বিখ্যাত হয়ে যান শ্যারন স্টোন। ৯০-এর দশকের আইকন ছিলেন এই লাস্যময়ী অভিনেত্রী। ক্যারিয়ারে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। অভিনয়ের জন্য একটি গোল্ডেন গ্লোব পুরস্কার ও একটি এমি পুরস্কার অর্জন করেন। ২০০৫ সালে ফ্রান্স সরকার তাকে অদ্রে দে আর্ত এ দে লেত্রে উপাধিতে ভূষিত করে। ২০০৪ সালে স্বামী রন ব্রনস্টেইনের সঙ্গে বিচ্ছেদের পর আর বিয়ের সম্পর্কে জড়াননি শ্যারন স্টোন।

এমবি/এসআর