টম ক্রুজ ও আনা দে আরমাস এর প্রেমের গুঞ্জন

পাশাপাশি কনসার্টে হাতে হাত, গানের মাঝেও ঝলকে উঠেছে প্রেমের ছোঁয়া।  এই রোমান্টিক ট্রিপের ঠিক ক’দিন আগেই তাঁদের একসঙ্গে দেখা যায় লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে, একটি ওয়েসিস কনসার্টে।

Jul 31, 2025 - 14:10
 0  4
টম ক্রুজ  ও আনা দে আরমাস এর প্রেমের গুঞ্জন

নিজস্ব প্রতিবেদক: হলিউডে প্রেম নতুন কিছু নয়, কিন্তু যখন টম ক্রুজের মতো বিশ্বের অন্যতম জনপ্রিয় তারকা কোনও অভিনেত্রীর হাত ধরে রাস্তায় হাঁটেন, তখন গুঞ্জনের গতি যে আলাদা মাত্রা পায় তা বলাই বাহুল্য! ৬৩ বছর বয়সী ‘মিশন ইম্পসিবল’ তারকা আর ৩৭ বছরের ‘ব্যালেরিনা’ অভিনেত্রী আনা দে আরমাস-কে সম্প্রতি দেখা গেল আমেরিকার এক ছবির মতো শহর ভারমন্টে হাতে-হাত ধরে হেঁটে যেতে—আর সেই ছবি থেকেই শুরু দু'জনের সম্পর্ক নিয়ে তুমুল চর্চা।

আইসক্রিম, ন্যাশনাল পার্ক আর গোপন প্রেম! একাধিক আন্তর্জাতিক ট্যাবলয়েড (বিশেষত টিএমজেড) জানায়, গত রবিবার টম ও আনা উডস্টকের মনোরম ডাউনটাউনে একসঙ্গে ঘুরছিলেন। তাঁদের পরনে ছিল একেবারে সাধারণ পোশাক—টমের গায়ে নেভি ব্লু টি-শার্ট, মাথায় ক্যাপ। আনার পরনে ছিল সাদার উপর কালো ডেনিম।প্রত্যক্ষদর্শীরা জানায়, তাঁরা একসঙ্গে ন্যাশনাল পার্কে ঘুরেছেন, কেনাকাটি করেছেন, এবং দিন শেষে খেয়েছেন আইসক্রিম! গোপনে ক্যামেরাবন্দি হওয়া সেইসব মুহূর্ত এখন ভাইরাল।

পাশাপাশি কনসার্টে হাতে হাত, গানের মাঝেও ঝলকে উঠেছে প্রেমের ছোঁয়া।  এই রোমান্টিক ট্রিপের ঠিক ক’দিন আগেই তাঁদের একসঙ্গে দেখা যায় লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে, একটি ওয়েসিস কনসার্টে। সেই ভিডিও ফুটেজে দেখা যায়—দু’জন মুগ্ধ হয়ে গান শুনছেন, হেসে নিচ্ছেন ব্যক্তিগত মুহূর্ত আর টম আনার হাত ধরতে এগিয়ে যাচ্ছেন। এই দৃশ্যের পর থেকেই প্রেমের গুজব আরও জোরদার হয়।

ব্যাকস্টোরি: লন্ডনে রাতের ডিনার আর সিনেমার 'প্রোজেক্ট মিটিং'? তবে এই প্রথম নয়। তাঁদের নাম একসঙ্গে প্রথম শোনা যায় ২০২৪ সালের ফেব্রুয়ারিতে। সেসময় লন্ডনের এক রেস্তোরাঁয় রাতের খাবারে দেখা গিয়েছিল এই জুটিকে। তখন এক সূত্র জানিয়েছিল, এটা স্রেফ এক পেশাদারি বৈঠক। সিনেমার সম্ভাব্য যৌথ কাজ নিয়েই আলোচনা হয়েছে। 

কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে একাধিক 'প্রসঙ্গ' সামনে আসে— লন্ডনের পার্কে একসঙ্গে হাঁটাচলা,হেলিকপ্টার চড়া , আনার জন্মদিনের পার্টিতেও ছিলেন টম! সব মিলিয়ে, বলাই যায়—ব্যাপারটা কেবল ‘পেশাদার’-এ আটকে নেই!

“আমাদের সম্পর্ক খুব মজার”—টেলিভিশনে খোলসা করেছিলেন আনা।  মে মাসে টমের সঙ্গে সম্পর্ক নিয়ে আনা দে আরমাসকে প্রশ্ন করা হলে তিনি বলেন—“টমের সঙ্গে কাজ করা খুবই আনন্দের। ও খুব মজার মানুষ এবং একাধিক প্রজেক্টে আমরা কাজ করছি।” বন্ড গার্ল -এর  ওই মিষ্টি হাসি ও অদ্ভুত কৌশলী উত্তরেই অনেকে বুঝেছিলেন, ভিতরে কিছু আছে।

 সম্প্রতি আনা ইনস্টাগ্রামে একটি পোস্টে লাইক দেন, যেখানে টমের প্রাক্তন স্ত্রী নিকোল কিডম্যান সম্পর্কে নেতিবাচক মন্তব্য ছিল।নেটদুনিয়ার অনেকেই একে বলেছেন "নিম্নরুচির কাজ"। কেউ কেউ আনার উদ্দেশ্যে লেখেন— “তুমি তো ভদ্র আর সম্মানজনকভাবে এগোচ্ছো বলে জানতাম। এটা কী করলে?”এই লাইক নিয়েও শুরু হয়েছে নতুন বিতর্ক—টম-নিকোল অতীত আর বর্তমান প্রেম নিয়ে।

আনার অতীত সম্পর্ক নিয়ে ফিরল চর্চা - ২০১১-১৩: স্প্যানিশ অভিনেতা মার্ক ক্লোটেটের সঙ্গে বিবাহিত ছিলেন আনা

টম ক্রুজের পক্ষেও এই সম্পর্ক নিয়ে আগ্রহ স্বাভাবিক। তিনিও একাধিক সম্পর্ক, বিবাহ এবং বিতর্কের মধ্য দিয়ে গিয়েছেন। তাঁর নিকোল কিডম্যান, কেটি হোমস—সব সম্পর্ক একসময় শিরোনামে ছিল।

এখন সমাজমাধ্যমে প্রশ্ন ঘুরছে, এই সম্পর্ক কোথায় গড়ায়?হাতে হাত ধরে হাঁটা, কনসার্টে হাসিমুখ, জন্মদিনে উপস্থিতি, হেলিকপ্টার রাইড আর ইনস্টাগ্রাম বিতর্ক—সব মিলিয়ে টম ও আনার সম্পর্ককে আর গুঞ্জনের স্তরে রাখা যাচ্ছে না। প্রশ্ন এখন একটাই—এটা কি টমের পরবর্তী হলিউড লাভ স্টোরির রিয়েল ভার্সন? না কি এটাও এক তারকা-জুটির ক্ষণিকের ঘনিষ্ঠতা?

এমবি/এসআর