ফরিদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, আহত অন্তত ৫৫ জন

ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বাহিরদিয়া গ্রামে মসজিদের চাবি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত চলা এ সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৫৫ জন আহত হয়েছেন।

Oct 10, 2025 - 15:12
 0  2
ফরিদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, আহত অন্তত ৫৫ জন
ছবি, সংগৃহিত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বাহিরদিয়া গ্রামে মসজিদের চাবি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত চলা এ সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৫৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে প্রায় ২৫ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বাহিরদিয়া গ্রামের লুৎফর রহমান ও ইমরান মোল্লার সঙ্গে একই এলাকার মৌলভী হেমায়েত হোসেনের দীর্ঘদিনের বিরোধ চলছিল। বৃহস্পতিবার সকালে মসজিদের দরজার চাবি নিয়ে দু’পক্ষের মধ্যে বাগবিতণ্ডার পর থেকেই উত্তেজনা বাড়তে থাকে। রাতেই স্থানীয় আলেম-ওলামা ও রাজনৈতিক নেতারা বিষয়টি মীমাংসার চেষ্টা করলেও তা ব্যর্থ হয়।

শুক্রবার সকালে হেমায়েত হোসেনের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ইমরানের বাড়িতে হামলা চালায়। এতে উভয়পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ ছড়িয়ে পড়ে। প্রায় তিন ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে দুটি বাড়ি ও একটি দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়।

ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এ বিষয়ে লুৎফর রহমান ও ইমরান মোল্লার বক্তব্য পাওয়া যায়নি। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এমবি এইচআর