বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে বিজিবি সদস্য আহত
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে এক বিজিবি সদস্য আহত হয়েছেন।

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে এক বিজিবি সদস্য আহত হয়েছেন। কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি এ তথ্য নিশ্চিত করেন।
রোববার (১২ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, বাংলাদেশ-মায়ানমার সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু এলাকায় বিজিবি'র টহল পরিচালনা করার সময় কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর সদস্য নায়েক মো. আক্তার হোসেন মাইন বিস্ফোরণে আহত হন।
বর্তমানে আহত বিজিবি সদস্যকে উন্নত চিকিৎসার জন্য রামু সিএমএইচে ভর্তি করা হয়েছে। সেখানে তার চিকিৎসা চলমান রয়েছে।
এমবি/টিআই