জিবুতির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

মেঘনাবার্তা প্রতিনিধিঃ
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন পূর্ব আফ্রিকার দেশ জিবুতির প্রধানমন্ত্রী আবদুল কাদের কামিল মোহাম্মেদ।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, ইতালির রোমে স্থানীয় সময় সোমবার জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত বিশ্ব খাদ্য ফোরামের (ডব্লিউএফএফ) অনুষ্ঠানের এক ফাঁকে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে দুই দেশের পারস্পরিক সহযোগিতা, উন্নয়ন সম্ভাবনা এবং বৈশ্বিক খাদ্য নিরাপত্তা নিয়ে আলোচনা হয়।
এদিকে একই অনুষ্ঠানে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা প্রধান উপদেষ্টাকে উদ্দেশ করে বলেন, তিনি শিগগিরই বাংলাদেশ সফরে আসতে চান। জবাবে অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, “দারুণ হবে।”
এমবি এইচআর