শিক্ষকরা মর্যাদা না পেলে উন্নত জাতি গঠন সম্ভব নয় : নুরুল হক নুর
শিক্ষকরা মর্যাদা না পেলে আত্মমর্যাদাসম্পন্ন উন্নত জাতি গঠন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

মেঘনাবার্তা প্রতিনিধিঃ
শিক্ষকরা মর্যাদা না পেলে আত্মমর্যাদাসম্পন্ন উন্নত জাতি গঠন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। একই সঙ্গে তিনি এমপিওভুক্ত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের যৌক্তিক দাবি দ্রুত মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
নিজের ফেসবুক পোস্টে নুর লেখেন, “শিক্ষকরা মর্যাদা না পেলে আত্মমর্যাদাসম্পন্ন জাতি গঠন কিভাবে হবে? এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দাবি-দাওয়া যৌক্তিক, সরকারকে তা মেনে নেওয়ার আহ্বান জানাচ্ছি।”
তিনি আরও বলেন, “শিক্ষকরা যেন মর্যাদার সঙ্গে খেয়ে-পরে বেঁচে থাকতে পারেন— সে জন্য বেতন কাঠামো পুনর্বিন্যাস ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা জরুরি। শিক্ষকরা মর্যাদা না পেলে আত্মমর্যাদাসম্পন্ন উন্নত জাতি গঠন সম্ভব নয়।”
উল্লেখ্য, বাড়িভাড়া ও চিকিৎসাভাতা বৃদ্ধির দাবিতে সম্প্রতি আন্দোলনে নেমেছেন এমপিওভুক্ত শিক্ষকরা। আজ মঙ্গলবার দুপুরে তারা ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি পালন করবেন।
এমবি এইচআর