চোর আটক করতে গিয়ে পুলিশের গাড়ির চাবি চুরি

মেঘনাবার্তা প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী উপজেলায় চুরির অভিযোগে সন্দেহভাজনদের আটক করতে গেলে থানার সরকারি পিকআপ ভ্যানের চাবি চুরি হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (১৩ অক্টোবর) বিকেলে দাঁতভাঙ্গা ইউনিয়নের হরিণধরা পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে প্রবাসী জহিরুল ইসলামের বাড়ি চুরি হয় এবং সেটিতে আগুন লাগানো হয়। সোমবার ভুক্তভোগী পরিবারের অভিযোগে ৫ জন সন্দেহভাজনকে আটক করা হয়। পরে পুলিশ তাদের থানায় নিয়ে গেলে দেখা যায়, পুলিশের পিকআপ ভ্যান চালু করা সম্ভব হচ্ছিল না কারণ চাবি চুরি হয়ে গেছে।
পিকআপ ভ্যান তিন ঘণ্টা এলাকার মধ্যে আটকা পড়ে। পরে থানার লোকজন খোঁজাখুঁজি করে পাশের জঙ্গল থেকে চাবি উদ্ধার করেন।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সেলিম মালিক বলেন, “চুরির অভিযোগে সন্দেহভাজনদের আনার সময় দেখতে পাওয়া যায় পিকআপ ভ্যানের চাবি চুরি হয়েছে। পরে খোঁজাখুঁজি করে ঘটনাস্থলের পাশে জঙ্গল থেকে চাবি পাওয়া যায়।”
এমবি/এসআর