বসতঘরে ঢুকে খতিব ও মাদ্রাসা শিক্ষককে হত্যার অভিযোগ

Sep 7, 2025 - 10:48
 0  2
বসতঘরে ঢুকে খতিব ও মাদ্রাসা শিক্ষককে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: ভোলায় নিজ বসতঘরে ঢুকে মাওলানা আমিনুল হক নোমানী (৪৫) নামে এক মসজিদের খতিব ও মাদ্রাসা শিক্ষককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে রাইস মিল এলাকার নিজ বাড়িতে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত আমিনুল হক ভোলা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও ভোলা দারুল হাদিস কামিল মাদরাসার মুহাদ্দিস ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, কয়েক দিন আগে নিহতের শ্বশুর অসুস্থ হয়ে পড়লে স্ত্রী-সন্তান শ্বশুরবাড়িতে চলে যান। ফলে গত দুদিন ধরে তিনি একাই বসতঘরে অবস্থান করছিলেন। শনিবার এশার নামাজ শেষে তিনি নিজ বাড়িতে ফেরেন। কিছুক্ষণ পর প্রতিবেশীরা তার চিৎকার শুনে ছুটে গিয়ে দেখেন, রক্তাক্ত অবস্থায় ঘরের ভেতর পড়ে আছেন তিনি। দ্রুত উদ্ধার করে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দা মো. রাজন বলেন, ‘এশার নামাজ শেষে বাড়ি ফেরার সময় হুজুরের ঘর থেকে চিৎকার শুনে দৌঁড়ে যাই। ভেতরে ঢুকে দেখি তিনি রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছেন। পরে কয়েকজন মিলে হাসপাতালে নিয়ে যাই।’

ভোলার সরকারি হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. ইয়াসির হাসনাত জানান, নিহতের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাত ছিল। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা যান।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। হত্যার পেছনে কারা জড়িত এবং কারণ উদঘাটনে তদন্ত চলছে।”

এমবি/এসআর