ঘর থেকে ডেকে নিয়ে বাড়ির সামনে ছাত্রলীগ নেতাকে হত্যার অভিযোগ
ভোলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে ‘ঘর থেকে ডেকে নিয়ে’ কুপিয়ে ও হাতুড়ি পেটা করে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

নিজস্ব প্রতিনিধি: ভোলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে ‘ঘর থেকে ডেকে নিয়ে’ কুপিয়ে ও হাতুড়ি পেটা করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। পরিবার জানিয়েছে, আত্মগোপনে থাকা যুবকটি বাবার অসুস্থতার খবরে বাড়িতে আসে। রাতের কোনো এক সময় তাকে ঘর থেকে বাইরে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) ভোরে সদর উপজেলার কালীবাড়ি রোডের নবাবি মসজিদ সংলগ্ন নিজ বাড়ির সামনে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের নাম মো. সাইফুল্লাহ আরিফ (৩০)। তিনি স্থানীয় মো. বশির উদ্দিনের ছেলে এবং সদর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন।
আরিফের বাবা জানান, আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে ছেলে আত্মগোপনে ছিলো। সম্প্রতি আমার অসুস্থতার খবর পেয়ে বাড়িতে আসে। শুক্রবার রাতের খাওয়া শেষে পরিবারের সবার সঙ্গে ঘুমিয়ে পড়ে। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ঘর থেকে ডেকে নিয়ে তাকে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করে।
তিনি জানান, শনিবার ফজরের নামাজের সময় দরজা খুলে বাইরে বের হয়ে এসে দেখি, বাড়ির সামনের রাস্তায় আরিফের রক্তাক্ত মরদেহ পড়ে আছে। পরে এলাকার লোকজন জড়ো হয়।
পরিবার জানায়, কারা বা কী কারণে আরিফকে হত্যা করেছে তা কারো জানা নেই।
ভোলার পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল হক জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যা মনে হলেও এর কারণ এখনও স্পষ্ট নয়। বিষয়টি উদঘাটনে পুলিশ মাঠে কাজ করছে এবং তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে
এমবি/টিআই