সাভারে কোটি টাকার কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, পাচারকারী গ্রেপ্তার
ঢাকার সাভারে ফ্রিজের ভেতর লুকানো অবস্থায় এক কোটি টাকারও বেশি মূল্যের কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে পুলিশ। এ সময় দেলোয়ার হোসেন (৬১) নামের এক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়।

মেঘনাবার্তা প্রতিনিধিঃ ঢাকার সাভারে ফ্রিজের ভেতর লুকানো অবস্থায় এক কোটি টাকারও বেশি মূল্যের কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে পুলিশ। এ সময় দেলোয়ার হোসেন (৬১) নামের এক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার বিকেলে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবীর।
এর আগে বৃহস্পতিবার রাতে সাভারের হেমায়েতপুরের ফুটওভার ব্রিজের নিচ থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।
গ্রেপ্তার দেলোয়ার হোসেন কুমিল্লার দাউদকান্দি উপজেলার গোয়ালমারী এলাকার মৃত আবুল হোসেনের ছেলে। বর্তমানে তিনি রাজধানীর দারুসসালাম থানার মিরপুর-১ খালেক পাম্প সংলগ্ন দারুসসালাম টাওয়ারে বসবাস করছিলেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে পুরাতন ওয়ালটন ফ্রিজের কার্টুনে লুকানো কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়। মূর্তিটির দৈর্ঘ্য ৫০ ইঞ্চি, প্রস্থ ২১ ইঞ্চি এবং ওজন প্রায় ১৬৫ কেজি।
অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবীর জানান, মূর্তিটি বিভিন্ন ব্যক্তির হাতবদলের মাধ্যমে দেশের বাইরে পাচারের পরিকল্পনা চলছিল। সর্বশেষ এটি আমিনবাজারের এক ব্যক্তির কাছ থেকে দেলোয়ারের কাছে আসে। উদ্ধার করা মূর্তিটির আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি বিশ লাখ টাকা।
এ ঘটনায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে দেলোয়ার হোসেনকে আদালতে পাঠানো হয়েছে। চক্রের অন্য সদস্যদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাভার মডেল থানার ওসি মো. জুয়েল মিঞা, পরিদর্শক (তদন্ত) মো. আশিক ইকবাল এবং এসআই মো. আমির হোসেন।
এমবি এইচআর