ছাত্রলীগ কর্মীকে আটক করে পুলিশে দিল ছাত্রদল

সাতক্ষীরায় এক ব্যতিক্রমী রাজনৈতিক ঘটনা ঘটেছে।

Sep 27, 2025 - 17:33
 0  3
ছাত্রলীগ কর্মীকে আটক করে পুলিশে দিল ছাত্রদল

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় এক ব্যতিক্রমী রাজনৈতিক ঘটনা ঘটেছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কটূক্তি করার অভিযোগে এক ছাত্রলীগ কর্মীকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে ছাত্রদল।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার শিবপুর ইউনিয়নের খানপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আটক এ ছাত্রলীগ কর্মীর নাম রাসেল। তিনি শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আক্তারুজ্জামানের ছেলে।

স্থানীয় ছাত্রদল কর্মীরা ও এলাকাবাসী মিলে ছাত্রলীগ কর্মী রাসেলকে আটক করে।

স্থানীয় ছাত্রদল কর্মীরা অভিযোগ করে জানান, রাসেল সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপি নেতাদের নিয়ে অশালীন মন্তব্য ও কটূক্তি করেছেন। এ খবর পেয়ে তারা তাকে আটক করে থানায় সোপর্দ করেন।

সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মহসিন আলম বলেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমান সম্পর্কে অশালীন মন্তব্যের প্রমাণ পাওয়ায় আমরা তাকে প্রশাসনের হাতে তুলে দিয়েছি। আইন সবার জন্য সমান হওয়া উচিত। আমরা চাই এর সুষ্ঠু তদন্ত হোক।

এদিকে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, আটক রাসেলকে আদালতে পাঠানো হয়েছে।

এমবি/টিআই