হংকংয়ের বিপক্ষে এবার যাদের একাদশে রাখলেন কাবরেরা

এএফসি এশিয়ান কাপের মূলপর্বে খেলার আশা এখন নিভু নিভু আলোয় টিকে আছে বাংলাদেশের। ঘরের মাঠে হংকং ও চায়নার বিপক্ষে টানা দুই হারে জটিল সমীকরণে পড়ে গেছে লাল-সবুজদের সম্ভাবনা।

Oct 14, 2025 - 17:51
 0  1
হংকংয়ের বিপক্ষে এবার যাদের একাদশে রাখলেন কাবরেরা
ছবি-সংগৃহিত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ
এএফসি এশিয়ান কাপের মূলপর্বে খেলার আশা এখন নিভু নিভু আলোয় টিকে আছে বাংলাদেশের। ঘরের মাঠে হংকং ও চায়নার বিপক্ষে টানা দুই হারে জটিল সমীকরণে পড়ে গেছে লাল-সবুজদের সম্ভাবনা। তবুও ‘যদি-কিন্তুর’ হিসাব মিললে সেই স্বপ্ন আবার জেগে উঠতে পারে—তবে শর্ত একটাই, হাতে থাকা তিন ম্যাচেই জিততে হবে।

সেই লড়াইয়ের প্রথম ধাপ আজই। হংকংয়ের কাই তাক স্পোর্টস পার্কে স্বাগতিকদের বিপক্ষে সন্ধ্যা ৬টায় নামছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।

তবে এমন গুরুত্বপূর্ণ ম্যাচেও কোচ হাভিয়ের কাবরেরা বেছে নিয়েছেন রক্ষণভিত্তিক কৌশল। ‘বাস পার্ক’ ফরমেশনে সাজানো একাদশে মূল লক্ষ্য গোল হজম না করা। আজকের একাদশে ফিরেছেন শমিত সোম, মিডফিল্ডে নেতৃত্বে থাকছেন হামজা দেওয়ান চৌধুরী। তাঁর সঙ্গে রয়েছেন সোহেল রানা সিনিয়র ও শেখ মোরসালিন। আগের ম্যাচ থেকে বাদ পড়েছেন সোহেল রানা জুনিয়র।

অধিনায়ক জামাল ভূইয়াকে এবারও বেঞ্চে রেখেছেন কাবরেরা। তবে দলে ফিরেছেন অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মন, যিনি আজ অধিনায়কের দায়িত্ব পালন করবেন।

রক্ষণভাগে পাঁচজন ডিফেন্ডার নিয়ে সাজানো বাংলাদেশ। সেন্টার ব্যাকে তপুর সঙ্গে রয়েছেন শাকিল আহাদ তপু ও তারিক কাজী। লেফট ব্যাকে জায়ান আহমেদ, রাইট ব্যাকে সাদ উদ্দিন। ফরোয়ার্ডে আক্রমণের দায়িত্বে থাকছেন রাকিব হোসেন, আর গোলপোস্টের নিচে ভরসা মিতুল মারমা।

বাংলাদেশ একাদশ:
মিতুল মারমা (গোলকিপার), জায়ান আহমেদ, তপু বর্মন (অধিনায়ক), শাকিল আহাদ তপু, তারিক কাজী, সাদ উদ্দিন, হামজা চৌধুরী, শমিত সোম, সোহেল রানা সিনিয়র, শেখ মোরসালিন, রাকিব হোসেন।

এমবি এইচআর