যুক্তরাষ্ট্র ইতিহাসের দীর্ঘতম শাটডাউন দেখতে যাচ্ছে : মাইক জনসন
যুক্তরাষ্ট্রে চলমান সরকারি শাটডাউন দেশটির ইতিহাসের অন্যতম দীর্ঘ শাটডাউনে পরিণত হতে পারে বলে সতর্ক করেছেন হাউস অব রিপ্রেজেন্টেটিভসের রিপাবলিকান স্পিকার মাইক জনসন।

মেঘনাবার্তা প্রতিনিধিঃ
যুক্তরাষ্ট্রে চলমান সরকারি শাটডাউন দেশটির ইতিহাসের অন্যতম দীর্ঘ শাটডাউনে পরিণত হতে পারে বলে সতর্ক করেছেন হাউস অব রিপ্রেজেন্টেটিভসের রিপাবলিকান স্পিকার মাইক জনসন। শাটডাউনের ১৩তম দিনে এসে ক্যাপিটলে একা দাঁড়িয়ে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ট্রাম্প প্রশাসনের সময় চাকরিচ্যুত হাজারো ফেডারেল কর্মীর বিষয়ে তাঁর বিস্তারিত জানা ছিল না।
এদিকে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সতর্ক করেছেন, সামনে আরও ‘বেদনাদায়ক ছাঁটাই’ আসতে পারে। তবে এ ঘটনায় ইতোমধ্যে কর্মী ইউনিয়নগুলো মামলা করেছে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম।
স্পিকার মাইক জনসন বলেন, “আমরা আমেরিকার ইতিহাসের অন্যতম দীর্ঘ শাটডাউনের দিকে খুব দ্রুত এগোচ্ছি।” বর্তমানে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে কোনো সমঝোতার সম্ভাবনা নেই, ফলে এই শাটডাউন অনির্দিষ্টকালের জন্য চলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
অর্থায়ন বন্ধ থাকায় সরকারের বহু নিয়মিত কার্যক্রম স্থগিত রয়েছে। স্মিথসোনিয়ান জাদুঘরসহ বেশ কয়েকটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান বন্ধ, এবং বিমানবন্দরগুলোতে ফ্লাইট বিঘ্নিত হচ্ছে। এতে করে এমনিতেই বিপজ্জনক অবস্থায় থাকা মার্কিন অর্থনীতি আরও অনিশ্চয়তায় পড়েছে।
বর্তমানে শাটডাউনের কারণে কংগ্রেসের নিম্নকক্ষ হাউসে অধিবেশন চলছে না। আইনপ্রণেতাদের ওয়াশিংটনে ফিরিয়ে আনতেও অস্বীকৃতি জানিয়েছেন স্পিকার জনসন। অন্যদিকে, ফেডারেল ছুটির কারণে সিনেট সোমবার বন্ধ ছিল। মঙ্গলবার থেকে কার্যক্রম শুরু হলেও স্বাস্থ্যসেবা সংক্রান্ত দাবিতে ডেমোক্র্যাটদের অনড় অবস্থানের কারণে ভোটে অচলাবস্থা তৈরি হয়েছে।
উল্লেখ্য, আমেরিকার ইতিহাসে দীর্ঘতম শাটডাউন হয়েছিল ২০১৯ সালে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে। সে সময় মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের অর্থায়ন নিয়ে বিরোধের কারণে ৩৫ দিন ধরে বন্ধ ছিল সরকারি কার্যক্রম।
এমবি এইচআর