‘আমার প্রিয় মাথা ব্যথা’, যশকে জন্মদিনের শুভেচ্ছা জানালো নুসরাত

Oct 11, 2025 - 17:37
 0  2
‘আমার প্রিয় মাথা ব্যথা’, যশকে জন্মদিনের শুভেচ্ছা জানালো নুসরাত

নিজস্ব প্রতিবেদক: প্রথম বিবাহ বিচ্ছেদ, যশকে বিয়ে এমনকি সন্তানকে নিয়েও প্রচুর সমালোচনা ও উপহাসের শিকার হতে হয়েছিল নুসরাত জাহানকে। সোশ্যাল মিডিয়াতে এমনও গুঞ্জন উঠে, তার দুজন নাকি আলাদা হয়ে যাচ্ছেন, বিচ্ছেদ হতে যাচ্ছে দাম্পত্যের! সেসব কঠিন পরিস্থিতি সামলে এখন যশের সঙ্গে বেশ সুখে সংসার করছেন ওপার বাংলার জনপ্রিয় এ অভিনেত্রী।

কিছুদিন আগেই অভিনেত্রীর বেশ কিছু ইঙ্গিতপূর্ণ পোস্ট দেখে অনেকে ভেবেছিলেন, যশের সঙ্গে হয়তো সমস্যা চলছে অভিনেত্রীর। যদিও পরবর্তীকালে তা ঠিক হয়ে যায়।

ডিভোর্সের সব জল্পনা কল্পনা উড়িয়ে চলতি বছর দুর্গাপূজায় স্বামী-সন্তানকে নিয়ে আনন্দ উদযাপন করতে দেখা গেছে নুসরাতকে।

পূজা শেষ হতেই এবার স্বামীর জন্মদিন নিয়ে একটি বিশেষ পোস্ট করতে দেখা গেল অভিনেত্রীকে। যশের সঙ্গে বিভিন্ন দুষ্টু মিষ্টি সম্পর্কের মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন নুসরাত। ছবিগুলোতে দেখা যাচ্ছে, কোথাও পাহাড়ের কোলে স্বামীর সঙ্গে ছবি তুলতে ব্যস্ত অভিনেত্রী, কোথাও আবার দেখতে পাওয়া যাচ্ছে বাথরুমে একে অপরের সঙ্গে খুনসুটিতে ব্যস্ত।

তবে ছবির থেকেও বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে ছবির ক্যাপশন। ছবিগুলো পোস্ট করে নুসরাত লিখেন, ‘সারা পৃথিবীর সঙ্গে একজন হয়ে লড়াই করেছি আমরা। এখন আমরা একে অপরের সঙ্গে লড়াই করছি। একে অপরের কথায় যেমন হেসেছি, তেমন একে অপরকে দুঃখ দিয়েছি।

এরপর অভিনেত্রী আরো লিখেন, ‘ঝগড়া অশান্তি করতে আমরা রীতিমতো পারদর্শী। তুমি আমার প্রিয় ‘মাথা ব্যথা’।  তোমার এই বিশেষ দিনে তোমার শান্তি এবং সাফল্য কামনা করি। আমার পৃথিবীকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।’

এদিকে নুসরাত জাহানকে সর্বশেষ দেখা গেছে ‘রক্তবীজ ২’ ছবির একটি আইটেম গানে।

এমবি/এসআর