স্ত্রীকে সারপ্রাইজ দিতে বাসায় ফিরলেন স্বামী, জানালায় উঁকি দিতেই ধরা পড়ল পরকীয়া

নিজস্ব প্রতিবেদক: একটি বিশেষ দিন। তাই স্ত্রীকে সারপ্রাইজ দিতে তাড়াতাড়ি অফিস শেষ করে বাসায় চলে গেলেন স্বামী। সঙ্গে নিলেন নানা রকম উপহার। কিন্তু দরজায় কড়া নাড়তেই যেন সব আনন্দ ম্লান হয়ে গেল।
অনৈতিক এই ঘটনাটি ঘটেছে রংপুরের পুকুরপার চারতলা মোড় এলাকায়। স্ত্রীকে সারপ্রাইজ দিতে দ্রুত বাসায় চলে আসেন স্বামী। তবে অনেকক্ষণ কড়া নাড়লেও দরজা খোলেন না স্ত্রী।
এ ঘটনায় রীতিমতো হতবাক হয়ে যান স্বামী। সেই মুহূর্তেই স্পষ্ট হয়ে গেল—স্ত্রী কেন দরজা খুলছিলেন না।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়ে যায়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ওই নারীর পরনে ছিল অসংলগ্ন পোশাক, তিনি লজ্জায় মুখ ঢাকতে ব্যস্ত। জানালার পাশে দাঁড়িয়ে থাকা পরকীয়া প্রেমিক পালানোর চেষ্টা করছিলেন।
এলাকা সূত্রে জানা গেছে, স্বামী তার স্ত্রীকে সারপ্রাইজ দিতে আগে আগে বাসায় ফেরেন। কিন্তু অনাকাঙ্ক্ষিত এই দৃশ্য দেখে তিনি রাগ ও অপমানে ভেঙে পড়েন। মুহূর্তের মধ্যেই আশপাশে জমে যায় প্রতিবেশীদের ভিড়। পরে কেউ একজন ঘটনাটির ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। এই ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই মন্তব্য করেছেন, পরকীয়া কেবল একটি প্রতারণা নয়—এটি বিশ্বাস, শ্রদ্ধা ও পারিবারিক মূল্যবোধের ওপর এক নির্মম আঘাত। একজন স্বামী সারা দিন পরিশ্রম করে পরিবারের মুখে হাসি ফোটাতে চান, আর সেই ভালোবাসার প্রতিদান যদি হয় প্রতারণা, তবে সম্পর্কের ভিত্তিই নড়বড়ে হয়ে যায়। কারো কারো মতে, পরকীয়া এখন সমাজের গভীরে শেকড় গেড়ে বসেছে। এটি কেবল ব্যক্তিগত নয়, সামাজিক সংকটেও রূপ নিচ্ছে।