ভারতের জনপ্রিয় অভিনেতা বিজয়ের বাড়ি ঘিরে রেখেছে পুলিশ

দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ বিজয় থালাপতির চেন্নাইয়ের বাসভবন ঘিরে রেখেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে চেন্নাই পুলিশের কাছে একটি ফোন আসে, যেখানে এক ব্যক্তি হুমকি দেয়—ভবিষ্যতে বিজয় যদি আবার কোনো জনসভা করেন, তবে তার বাড়ি বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে।

Oct 9, 2025 - 21:15
 0  3
ভারতের জনপ্রিয় অভিনেতা বিজয়ের বাড়ি ঘিরে রেখেছে পুলিশ
ছবি, সংগৃহিত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ বিজয় থালাপতির চেন্নাইয়ের বাসভবন ঘিরে রেখেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে চেন্নাই পুলিশের কাছে একটি ফোন আসে, যেখানে এক ব্যক্তি হুমকি দেয়—ভবিষ্যতে বিজয় যদি আবার কোনো জনসভা করেন, তবে তার বাড়ি বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে।

ভারতীয় গণমাধ্যমের খবরে জানা যায়, হুমকি পাওয়ার পরপরই নীলাঙ্কারাই এলাকার বিজয়ের বাড়ির চারপাশে কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলে পুলিশ। শুরু হয় তল্লাশি অভিযান। যদিও কোনো বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু মেলেনি।

পুলিশ জানায়, হুমকিদাতার ফোনটি এসেছিল কন্যাকুমারী এলাকা থেকে। ইতোমধ্যে ফোনটির উৎস শনাক্তের চেষ্টা চলছে। তদন্তকারীরা প্রাথমিকভাবে ধারণা করছেন, এটি কোনো প্র্যাঙ্ক বা ভুয়া কল হতে পারে।

সম্প্রতি বিজয়ের রাজনৈতিক দলের এক জনসভায় পদদলিত হয়ে ৪১ জনের মৃত্যুর ঘটনায় চেন্নাইজুড়ে তীব্র বিতর্ক চলছে। এমন পরিস্থিতিতে নতুন এই হুমকি আরও আতঙ্ক তৈরি করেছে।

এমবি এইচআর