সাবেক যুবদল নেতার উদ্যোগে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার

নেত্রকোনায় যুবদলের সাবেক সহসভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনির উদ্যোগে স্বেচ্ছাশ্রমে রাস্তার খানাখন্দ সংস্কার করা হয়েছে।

Oct 6, 2025 - 11:10
 0  2
সাবেক যুবদল নেতার উদ্যোগে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার

নিজস্ব প্রতিনিধি: নেত্রকোনায় যুবদলের সাবেক সহসভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনির উদ্যোগে স্বেচ্ছাশ্রমে রাস্তার খানাখন্দ সংস্কার করা হয়েছে।

রোববার (০৫ অক্টোবর) দুপুরে নেত্রকোনা পৌরশহরের সাতপাই পালপাড়া এলাকার প্রধান সড়কে এ সংস্কারকাজ করা হয়।

সরজমিনে গিয়ে দেখা যায়, পৌরশহরের সাতপাই চক্ষু হাসপাতাল থেকে পালপাড়া মোড় পর্যন্ত রাস্তাটি বড় বড় খানাখন্দে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। রিকশা, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন উল্টে দুর্ঘটনার শিকার হয়েছেন অনেকে। দীর্ঘ সময় ধরে এমন অবস্থা চলমান থাকলেও রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেয়নি পৌরসভা। বিষয়টি যুবদল নেতা আব্দুল্লাহ আল মামুন খান রনির নজরে এলে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে স্বেচ্ছাশ্রমে সংস্কারের উদ্যোগ নেন। পরে রোববার নেতাকর্মীদের সহযোগিতায় রাস্তা সংস্কার করেন। স্থানীয় বাসিন্দা ও পথচারী লোকজন সংস্কারকাজের প্রশংসা করেন। এতে প্রায় ১০ হাজার মানুষের চলাচলের দুর্ভোগ লাঘব হয়েছে।

একাধিক স্থানীয় বাসিন্দা ও পথচারীরা জানান, রাস্তাটি বড় বড় খানাখন্দে ভরা ছিল। যানবাহন নিয়ে ঝুঁকিতে চলাচল করতে হতো। পানি জমে থাকায় হেঁটে চলাচল করাও কঠিন ছিল। রনি ভাই রাস্তাটি সংস্কার করে দেওয়ায় আমাদের দুর্ভোগ কমেছে।

সাবেক যুবদল নেতা আব্দুল্লাহ আল মামুন খান রনি বলেন, রাস্তাটি দীর্ঘ সময় ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। শিক্ষার্থীসহ স্থানীয়দের চলাচলে দুর্ভোগ কমাতে আমরা বিএনপি পরিবার এই উদ্যোগ নিয়েছি। আমরা মানুষের পাশে থেকে কাজ করতে চাই। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এ ধরনের জনকল্যাণমুখী কাজ অব্যাহত থাকবে। জনকল্যাণমুখী কাজের উদ্যোগ গ্রহণে সব নেতাকর্মীকে আহ্বান জানাই।

এমবি/টিআই