গোপালগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, চালক নিহত
গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে চালক নিহত হয়েছেন এতে আহত হয়েছেন অন্তত ১০ জন যাত্রী।

নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে চালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন যাত্রী। গতকাল সোমবার রাত দুইটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের বরইতলা এ দুর্ঘটনা ঘটে।
নিহত রফিক সিকদার (৪৩) পটুয়াখালীর দশমিনা উপজেলার বেতাগী গ্রামের মানিক সিকদারের ছেলে। তিনি চেয়ারম্যান পরিবহনের বাসের চালক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, পটুয়াখালী থেকে ছেড়ে আসা চেয়ারম্যান পরিবহনের একটি বাস গতকাল রাত দুইটার দিকে মুকসুদপুরের বরইতলায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি পুকুরে পড়ে যায়। খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে আসে।
ফরিদপুরের ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আমিনুর ইসলাম মুঠোফোনে বলেন, আহত ব্যক্তিদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। হাসপাতালের চিকিৎসক বাসের চালক রফিকুল সিকদারকে মৃত ঘোষণা করেন। আহত ব্যক্তিদের প্রথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এমবি/ টিআই