মুকসুদপুরে খাদে বাস পড়ে আহত ৩০

একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার খাদে পানিতে পড়ে যায়। এতে প্রায় ৩০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়।

Aug 23, 2025 - 16:50
 0  2
মুকসুদপুরে খাদে বাস পড়ে আহত ৩০
ছবি-সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জের মুকসুদপুরে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার খাদে পানিতে পড়ে যায়। এতে প্রায় ৩০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়।

শনিবার (২৩ আগস্ট) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার তপারকান্দি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, তপারকান্দিতে বরিশালগামী শাউন সাগর পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পাশের পানিতে পড়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ চালায়।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত টেকেরহাট নৌ ফায়ার সার্ভিসের টিম লিডার মো: জালাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এখন পর্যন্ত কোনো নিহতের খবর পাওয়া যায়নি।

এমবি এইচআর