গোপালগঞ্জের ঘটনায় স্বাধীন তদন্তে বাধা কোথায়

গোপালগঞ্জের ঘটনা তদন্তে সরকার ১৭ জুলাই তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটির প্রধান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনি। কমিটির অন্য দুই সদস্য হিসেবে থাকছেন দুজন অতিরিক্ত সচিব। তাঁদের একজন জনপ্রশাসন মন্ত্রণালয়ের, আরেকজন আইন ও বিচার মন্ত্রণালয়ের।

Jul 20, 2025 - 11:05
Jul 20, 2025 - 11:45
 0  4
গোপালগঞ্জের ঘটনায় স্বাধীন তদন্তে বাধা কোথায়

নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জের ঘটনা তদন্তে সরকার ১৭ জুলাই তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটির প্রধান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনি। কমিটির অন্য দুই সদস্য হিসেবে থাকছেন দুজন অতিরিক্ত সচিব। তাঁদের একজন জনপ্রশাসন মন্ত্রণালয়ের, আরেকজন আইন ও বিচার মন্ত্রণালয়ের।

কমিটিটি সরকারি। সরকারি কমিটি স্বাধীন তদন্ত করবে, সেটা আশা করা কঠিন। জানতে চাইলে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) অবৈতনিক নির্বাহী পরিচালক ও জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন বলেন, ‘এখন যে তদন্ত কমিটি প্রতিষ্ঠা করা হয়েছে, তা তো একান্ত সরকারের। শুধু সরকারি না, যেসব মন্ত্রণালয়ের ওপর তদন্ত হবে, তাদের লোকজন নিয়েই তো তার মধ্যে বসানো হয়েছে। সমস্যা তো সেখানে।’

নিহত রমজান কাজীর মামা কলিম মুন্সী গতকাল বলছিলেন, ‘কী হবে মামলা করে?’ মানুষের এমন বক্তব্য আওয়ামী লীগ সরকারের আমলে শোনা গেছে। সভ্য রাষ্ট্রে এমন হওয়া উচিত, যেখানে সবাই বিচার চাইবে, সেটা রায় বিপক্ষে গেলেও।

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম গতকাল ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। তার একাংশে তিনি লিখেছেন, সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচারে সহযোগিতা করুন। কিন্তু নাগরিক হিসেবে সবাই মানবাধিকারের পক্ষে থাকুন। তিনি আরও লিখেছেন, ‘গণ-অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশে আমরা মানবিক মর্যাদা, বৈষম্যহীনতা আর সুবিচারের যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, তা পূরণ করা আমাদের কর্তব্য।’ আমাদের প্রত্যাশা, মাহফুজ আলমের কথাগুলো যেন ‘কথার কথা’ না হয়ে থাকে।

সাংবাদিক ডেভিড বার্গম্যান বিষয়টি নিয়ে শুক্রবার ফেসবুকে একটি পোস্ট দেন। তিনি দুটি প্রশ্ন করেন। প্রথম প্রশ্নে তিনি গোপালগঞ্জের ঘটনায় কেন স্বাধীন তদন্ত কমিটি গঠিত হয়নি, তা জানতে চান। দ্বিতীয় প্রশ্নে তিনি ময়নাতদন্ত না হওয়ার বিষয়টি তোলেন।

ডেভিড বার্গম্যানের প্রশ্নের জবাব দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ফেসবুকে তাঁর পোস্টে উল্লেখ করা হয়েছে, ঘটনা তদন্তে সরকার একটি কমিটি গঠন করেছে। অন্যদিকে পরিবার জোর করে লাশ নিয়ে যাওয়ায় ময়নাতদন্ত সম্ভব হয়নি। তবে গোপালগঞ্জের পুলিশ আজ রোববার আদালতের কাছে ময়নাতদন্তের জন্য তিনজনের মরদেহ কবর থেকে তোলার অনুমতি চাইতে পারে।

বার্গম্যান স্বাধীন তদন্ত কমিটির কথা বলেছিলেন। সরকার করেছে সরকারি তদন্ত কমিটি। অন্যদিকে গণমাধ্যমে এসেছে, নিহতদের স্বজনেরা ময়নাতদন্ত করাতে চেয়েছিলেন। এ বিষয় উল্লেখ করে বার্গম্যান আরেকটি পোস্ট দিয়েছেন।

এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী গতকাল শনিবার সাংবাদিকদের বলেন, প্রয়োজনে নিহত ব্যক্তিদের লাশ কবর থেকে তুলে ময়নাতদন্ত করা হবে।

সমাজে ন্যায়বিচার কোনো ব্যক্তি বা গোষ্ঠীর জন্য সীমাবদ্ধ নয়। কাউকে তার বাইরেও রাখা যায় না। ন্যায়বিচার সবার জন্য, এমনকি অপরাধীও ন্যায়বিচারের দাবিদার।

এমবি/এসআর