নতুন চুক্তি না করলে ভিনিকে ছেড়ে হলান্ডকে আনবে রিয়াল
ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র যদি নতুন চুক্তিতে সম্মতি না দেন, তবে তাকে ছেড়ে আর্লিং হালান্ডকে দলে ভেড়াতে চায় রিয়াল মাদ্রিদ। এমন পরিকল্পনার কথা জানাচ্ছে ইউরোপীয় সংবাদমাধ্যমগুলো।

মেঘনাবার্তা প্রতিনিধিঃ
ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র যদি নতুন চুক্তিতে সম্মতি না দেন, তবে তাকে ছেড়ে আর্লিং হালান্ডকে দলে ভেড়াতে চায় রিয়াল মাদ্রিদ। এমন পরিকল্পনার কথা জানাচ্ছে ইউরোপীয় সংবাদমাধ্যমগুলো।
মৌসুম শুরুর আগেই ভিনির সঙ্গে নতুন চুক্তির বিষয়ে আলোচনা শুরু করেছিল রিয়াল মাদ্রিদ। তবে বেতন-ভাতার অমিলের কারণে এখনো কোনো সমঝোতায় পৌঁছায়নি দুই পক্ষ। ভিনি চান কিলিয়ান এমবাপ্পের সমান বেতন, কিন্তু ক্লাব সেই দাবি মেনে নিতে রাজি নয়।
বর্তমানে ভিনিসিয়াসের সঙ্গে রিয়াল মাদ্রিদের চুক্তির মেয়াদ রয়েছে ২০২৭ সালের জুন পর্যন্ত। তবে চুক্তি নবায়ন না হলে, আগামী মৌসুমের শুরুতেই মোটা অঙ্কের বিনিময়ে তাকে বিক্রি করে দিতে প্রস্তুত ফ্লোরেন্তিনো পেরেজের বোর্ড।
এদিকে, ভিনির সম্ভাব্য বিকল্প হিসেবে পেরেজের নজর পড়েছে ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হালান্ডের ওপর। তার সঙ্গে এমবাপ্পেকে জুটি গড়ার পরিকল্পনাও রয়েছে ক্লাবটির।
এতে করে এমবাপ্পে খেলতে পারবেন তার পছন্দের লেফট উইং পজিশনে, যেখানে বর্তমানে খেলছেন ভিনিসিয়াস জুনিয়র। আর স্ট্রাইকার হিসেবে থাকবেন হালান্ড।
রিয়ালে যোগ দেওয়ার পর থেকে এমবাপ্পে দলের নাম্বার নাইন পজিশনে খেলছেন, তবে ক্লাবের নতুন কৌশলে তার ভূমিকা পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে।
এমবি এইচআর