প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে ধর্ষণের শিকার স্কুলছাত্রী

ময়মনসিংহের নান্দাইলে প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন এক স্কুলছাত্রী। এ ঘটনায় আজ শনিবার (১১ অক্টোবর) দুপুরে দুইজনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন স্কুলছাত্রীর বাবা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উপজেলার সিংরইল ইউনিয়নের পাঁচ সিংরইল গ্রামে।

Oct 11, 2025 - 23:37
 0  6
প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে ধর্ষণের শিকার স্কুলছাত্রী
ছবি, সংগৃহিত

মেঘনাবার্তা প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন এক স্কুলছাত্রী। এ ঘটনায় আজ শনিবার (১১ অক্টোবর) দুপুরে দুইজনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন স্কুলছাত্রীর বাবা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উপজেলার সিংরইল ইউনিয়নের পাঁচ সিংরইল গ্রামে।

থানায় দেওয়া লিখিত অভিযোগে জানা যায়, ওই গ্রামের ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীর সাথে পাশের টঙ্গীরচর গ্রামের মাসুদ মিয়ার ছেলে সাজিব মিয়ার (২৫) প্রেমের সর্ম্পক গড়ে উঠে।

এ নিয়ে স্কুলছাত্রীর পরিবার বিভিন্ন সময় বাধা দিলেও সজিব মিয়া ওই স্কুলছাত্রীর সাথে সর্ম্পক অব্যাহত রাখে। সজিবের সাথে বেশ কয়েকদিন ঘুরতেও যায় সে। 

স্কুলছাত্রী জানায়, গত বৃহস্পতিবার তিনি স্কুলে যাচ্ছিলেন। এর মধ্যে পথ রোধ করে তাঁর প্রতিবেশী মামা সর্ম্পকের সুরুজ মিয়া (৪৫) নামে একজন বলেন, কিছু দূরে এক ফিসারিজের মধ্যে সজিব বসে রয়েছে।

সেখানে সজিব তাকে যেতে বলেছে। মামার এই কথায় তিনি সেখানে যাওয়া মাত্রই একটি টিনের ঘরে নিয়ে বিয়ের প্রলোভনে তাকে একাধিকবার ধর্ষণ করা হয়। ওই সময় বিয়ের কথা বললে নানান তালবাহানায় বাড়িতে পাঠিয়ে সজিব লাপাত্তা হয়ে যায়। এ ঘটনাটি পরে সে পরিবারের কাছে অবহিত করে।
পরে আজ শনিবার ধর্ষণের অভিযোগে নান্দাইল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।

তদন্তের দায়িত্ব পান নান্দাইল থানার উপপরিদর্শক মো. আব্দুস সালাম। তিনি বলেন, ঘটনার পর থেকে অভিযুক্তরা পালিয়ে রয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এমবি এইচআর