এক ক্লিকেই জামিন আদেশ যাবে কারাগারে: আইন উপদেষ্টা
জামিন হওয়ার পর আদালতের আদেশ এক ক্লিকেই কারাগারে পৌঁছে যাবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।

মেঘনাবার্তা প্রতিনিধিঃ
জামিন হওয়ার পর আদালতের আদেশ এক ক্লিকেই কারাগারে পৌঁছে যাবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। মঙ্গলবার (১৪ অক্টোবর) একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।
আইন উপদেষ্টা জানান, এর আগে জামিন সংক্রান্ত বেইল বন্ড কারাগারে পৌঁছাতে ১২টি ধাপ অতিক্রম করতে হতো। এখন থেকে বেইল বন্ড অনলাইনে পাঠানো হবে, যার ফলে এক ক্লিকেই তা কারাগারে পৌঁছে যাবে। এ ব্যবস্থার ফলে সাধারণ মানুষের হয়রানি অনেকাংশে কমে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ড. আসিফ নজরুল আরও বলেন, বিচার বিভাগের পৃথক সচিবালয় অন্তর্বর্তী সরকারের সময়েই গঠন করা হবে। পাশাপাশি বিচার বিভাগ পৃথক সচিবালয় আইন, গুম প্রতিরোধ আইন, দুর্নীতি দমন কমিশন (দুদক) আইন এবং মানবাধিকার আইন আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সম্পন্ন হবে।
এমবি এইচআর